তৃতীয় টি-টোয়েন্টি

বাংলাদেশের বিপক্ষে ভারতের রেকর্ড সংগ্রহ

ভারতের সাঞ্জু স্যামসন ক্যারিয়ারের প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরি করেন মাত্র ৪০ বলের মোকাবেলায়। তিনি ৪৭ বলে ১১টি চার ও ৭ ছক্কায় ১১১ রান করেন আউট হয়েছেন। এছাড়া অধিনায়ক সূর্যকুমার যাদব ৩৫ বলে ৭৫, হার্দিক পান্ডিয়া ১৮ বলে ৪৭ ও রাইয়ান পরাগ ১৩ বলে ৩৪ রান করেন।

হায়দরাবাদে আজ শনিবার সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশের বোলারদের কচুকাটা করে ৬ উইকেটে ২৯৭ রানের সৌধ গড়েছে ভারত। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে এটা ভারতের সর্বোচ্চ দলীয় সংগ্রহ, সব দল মিলে দ্বিতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ, টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে সর্বোচ্চ দলীয় সংগ্রহ এবং বাংলাদেশের বিপক্ষে সর্বোচ্চ সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড।

হায়দরাবাদে আজ শনিবার সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশের বোলারদের কচুকাটা করে ৬ উইকেটে ২৯৭ রানের সৌধ গড়েছে ভারত। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে এটা ভারতের সর্বোচ্চ দলীয় সংগ্রহ, সব দল মিলে দ্বিতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ, টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে সর্বোচ্চ দলীয় সংগ্রহ এবং বাংলাদেশের বিপক্ষে সর্বোচ্চ সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড।

টি-টোয়েন্টি সর্বোচ্চ দলীয় সংগ্রহ নেপালের। গত বছর চীনের হাংঝুতে এশিয়ান গেমস ক্রিকেটে মঙ্গোলিয়ার বিপক্ষে ৩ উইকেটে ৩১৪ রান তুলে রেকর্ড গড়ে তারা।

ভারতের সাঞ্জু স্যামসন ক্যারিয়ারের প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরি করেন মাত্র ৪০ বলের মোকাবেলায়। তিনি ৪৭ বলে ১১টি চার ও ৭ ছক্কায় ১১১ রান করেন আউট হয়েছেন। এছাড়া অধিনায়ক সূর্যকুমার যাদব ৩৫ বলে ৭৫, হার্দিক পান্ডিয়া ১৮ বলে ৪৭ ও রাইয়ান পরাগ ১৩ বলে ৩৪ রান করেন।

এর আগে ভারতের সর্বোচ্চ দলীয় সংগ্রহ ছিল শ্রীলংকার বিপক্ষে ৫ উইকেটে ২৬০ রান। আর বাংলাদেশের বিপক্ষে সর্বোচ্চ দলীয় সংগ্রহ ২২৪ রান করেছিল দক্ষিণ আফ্রিকা।

আরও