৩৬ বছর পর বিশ্বকাপে সুযোগ পেয়ে বেলজিয়ামকে
ঘাম ঝরিয়ে ছেড়েছে কানাডা। দলটি পেনাল্টি মিস না করলে খেলার ফলাফল অন্যরকম হতেও পারত।
যা এই বিশ্বকাপের ইতিহাসে আরেকটি অঘটনের রেকর্ড হিসেবে থাকত। অবশ্য শেষ পর্যন্ত ১-০
গোলে জয় পায় হট ফেভারিট বেলজিয়াম।
গতকাল বুধবার দিবাগত রাতে দোহার আহমেদ বিন
আলী স্টেডিয়ামে এফ গ্রুপে এবং দিনের শেষ ম্যাচে ১৩বার বিশ্বকাপ খেলার অভিজ্ঞতাসম্পন্ন
বেলজিয়ামের মুখোমুখি হয় দ্বিতীয়বারের কানাডা।
পুরো ম্যাচে বেলজিয়ামের বিপক্ষে আধিপত্য বিস্তার
করে খেলা কানাডা। প্রতিপক্ষের গোলবারে ২২টি শট নিয়েও পায়নি কাঙ্খিত গোল।
অষ্টম মিনিটে কানাডা স্ট্রাইকার আলফোনসো ডেভিসের
পেনাল্টি শট বেলজিয়ামের গোলরক্ষক থিবো কোর্তোয়া রুখে দেয়। এ নিয়ে অনেক দিন আফসোস থেকে
যাবে কানাডার। এ ছাড়া কয়েকটি গোলের সুযোগ ভেস্তে দিয়েছেন কোর্তোয়া। ৪৪ মিনিটে বেলজিয়ামের
পক্ষে জয়সূচক একমাত্র গোলটি করেন স্ট্রাইকার মিশি বাটশুয়াই।
এ ম্যাচে ৩৩ বছর পর ফুটবলের মাঠে দেখা বেলজিয়াম
ও কানাডার। সর্বশেষ ১৯৮৯ সালে একটি প্রীতি ম্যাচে প্রথম ও শেষবার মুখোমুখি হয়েছিল তারা।
ওই লড়াইয়ে ২-০ গোলে জয় পেয়েছিল বেলজিয়াম। এর আগে ১৯৮৬ সালে প্রথম ও শেষবারের মত বিশ্বকাপ
খেলেছিল কানাডা।