মিরপুর টেস্টের দ্বিতীয় দিনে ৮ উইকেটে ২৪৩ রান নিয়ে মধ্যাহ্নভোজনের বিরতিতে গেছে দক্ষিণ আফ্রিকা। এ মুহূর্তে তাদের লিড ১৩৭ রান। ডেন পিয়েতকে সঙ্গে নিয়ে ব্যাট করছেন সেঞ্চুরির অপেক্ষায় থাকা প্রোটিয়া উইকেটরক্ষক ব্যাটার কাইল ভেরাইনা।
দক্ষিণ আফ্রিকার লিডকে নাগালের বাইরে যেতে না দেয়ার লক্ষ্য সামনে রেখেই হয়তো মিরপুর টেস্টের দ্বিতীয় দিন মাঠে নেমেছিল বাংলাদেশ। তবে কাইল ভেরেইনা ও উইয়ান মুলডারের ব্যাটে নাজমুল হোসেন বাহিনীর সেই লক্ষ্য পূরণ হয়নি। মুলডারের সঙ্গে কেশব মহারাজকে টানা দুই বলে হাসান মাহমুদ সাজঘরে ফেরালেও টাইগারদের গলার কাঁটা হয়ে ক্রিজে রয়ে গেছেন ভেরাইনা। আর প্রোটিয়ারাও এখন দেড়শ রানের লিডের পথে।
বাংলাদেশের করা প্রথম ইনিংসে ১০৬ রানের পর ৬ উইকেট হারিয়ে ১৪০ রান নিয়ে প্রথম দিন শেষ করেছিল দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় দিনের প্রথম সেশনটি সেই অর্থে পুরোপুরিই নিজেদের করে নিয়েছে মার্করাম-বাহিনী। ২ উইকেট হারিয়ে ১০৩ রান যোগ করে লিড নিয়ে গেছে দেড়শ ছোঁয়া স্থানে। ৭৭ রান নিয়ে ব্যাট করা ভেরাইনার দৃষ্টি থাকবে ব্যক্তিগত দ্বিতীয় টেস্ট সেঞ্চুরির দিকেও। অন্যদিকে, ভেরাইনাকে দারুণ সঙ্গ দিয়ে শতরানের জুটি গড়েছেন মুলডার। সে সঙ্গে তুলে নিয়েছেন ক্যারিয়ারের প্রথম টেস্ট ফিফটি।
ম্যাচের পরিস্থিতি অনুযায়ী প্রথম সেশনে প্রোটিয়াদের এই ১০৩ রান বেশ গুরুত্বপূর্ণ। লাঞ্চের পর দ্রুত ভেরাইনাকে সাজঘরে ফেরত পাঠাতে না পারলে এখনো পর্যন্ত লো স্কোরিং ম্যাচটি বাংলাদেশের হাত থেকে ফসকে যেতে পারে। আগেরদিন ফাইফার সম্পন্ন করে ফেলা তাইজুল আজ উইকেটের দেখা পাননি। হাসান মাহমুদ দখল করেছেন বাকি ৩ উইকেট।