মুলতান টেস্ট হেরে লজ্জার ইতিহাস গড়ল পাকিস্তান

এশিয়ার মাটিতে এ নিয়ে দ্বিতীয়বার ইনিংস ব্যবধানে জিতল ইংল্যান্ড। এর আগে ১৯৭৬ সালে দিল্লি টেস্টে ভারতকে ইনিংস ও ২৫ রানে হারিয়েছিল তারা।

ইংল্যান্ডের বিপক্ষে মুলতান টেস্টের প্রথম ইনিংসে পাকিস্তান ৫৫৬ রানের সৌধ গড়ার পর ইংল্যান্ড ৭ উইকেটে ৮২৩ রান তুলে ইনিংস ঘোষণা করে। অতিথিরা লিড নেয় ২৬৭ রানের। এরপর দ্বিতীয় ইনিংসে ৮২ রানে ৬ উইকেট হারানোর পর পাকিস্তানকে টানছিলেন সালমান আগা ও আমের জামাল। যদিও জ্যাক লিচের ঘূর্ণিতে দ্বিতীয় ইনিংসে ২২০ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। তারা হেরেছে ইনিংস ও ৪৭ রানে।

ইতিহাসের প্রথম দল হিসেবে কোনো টেস্টের প্রথম ইনিংসে ৫০০ রান করেও ইনিংস ব্যবধানে হারল পাকিস্তান। ইংল্যান্ডের বিপক্ষে মুলতান টেস্টের প্রথম ইনিংসে পাকিস্তান ৫৫৬ রানের সৌধ গড়ার পর ইংল্যান্ড ৭ উইকেটে ৮২৩ রান তুলে ইনিংস ঘোষণা করে। অতিথিরা লিড নেয় ২৬৭ রানের। এরপর দ্বিতীয় ইনিংসে ৮২ রানে ৬ উইকেট হারানোর পর পাকিস্তানকে টানছিলেন সালমান আগা ও আমের জামাল। যদিও জ্যাক লিচের ঘূর্ণিতে দ্বিতীয় ইনিংসে ২২০ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। তারা হেরেছে ইনিংস ও ৪৭ রানে।

৬ উইকেটে ১৫২ রান নিয়ে আজ শুক্রবার পঞ্চম ও শেষ দিন ব্যাটিংয়ে নামা পাকিস্তান শেষ পর্যন্ত গুটিয়ে যায় ২২০ রানে। জ্যাক লিচ সকালে পতন হওয়া তিনটি উইকেটই নেন, আবরার আহমেদ অসুস্থ থাকায় ব্যাটিংয়ে নামতে পারেননি। সালমান ৬৩ রান করেন, আমের জামাল অপরাজিত থাকেন ৫৫ রানে।

এশিয়ার মাটিতে এ নিয়ে দ্বিতীয়বার ইনিংস ব্যবধানে জিতল ইংল্যান্ড। এর আগে ১৯৭৬ সালে দিল্লি টেস্টে ভারতকে ইনিংস ও ২৫ রানে হারিয়েছিল তারা।

গতকাল বৃহস্পতিবার হ্যারি ব্রুকের ট্রিপল ও জো রুটের ডাবল সেঞ্চুরিতে ভর করে ইতিহাসের চতুর্থ সর্বোচ্চ স্কোর (৮২৩/৭.ডি) গড়ে ইংল্যান্ড। ষষ্ঠ ইংলিশ ও সব মিলে ২৮তম ব্যাটার হিসেবে টেস্টে ট্রিপল সেঞ্চুরি করার কৃতিত্ব দেখান ২৫ বছর বয়সী ব্রুক। ৩২২ বলে ৩১৭ রান করে তিনি আউট হয়ে যান। ব্রুক আউট হলেও ইংল্যান্ড পেরিয়ে যায় ৮০০ রান (৮২৩/৭/ডিক্লেয়ারড)। এটা টেস্টের চতুর্থ সর্বোচ্চ দলীয় স্কোর। আগের আটশোর্ধ্ব তিন স্কোরের দুটিই ইংল্যান্ডের। সর্বোচ্চ ৯৫২ রান শ্রীলংকার গড়া।

এ পথে জো রুটের সঙ্গে ৪৫৪ রানের মহাকাব্যিক জুটি গড়েন ব্রুক। রুট ক্যারিয়াসেরা ২৬২ রান করে আউট হয়ে গেলেও ব্রুক দুরন্ত গতিতে করেন ট্রিপল সেঞ্চুরি। ব্রুকের আগের সর্বোচ্চ স্কোর ১৮৬ রানের। কাল ক্যারিয়ারসেরা ইনিংসটাকে তিনি প্রথমে ডাবলে ও পরে ট্রিপলে রূপ দেন।

ব্রুকের আগে ইংল্যান্ডের লিওনার্ড হিউটন, ওয়ালী হ্যামন্ড, গ্রাহাম গুচ, অ্যান্ড্রু স্যান্ডহাম ও জন হিউ এনড্রিচ ট্রিপল সেঞ্চুরি করেন। অস্ট্রেলিয়ান ডন ব্র্যাডম্যান, ভারতের বিরেন্দর শেবাগ, ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল ও ব্রায়ান লারার রয়েছে দুটি করে ডাবল সেঞ্চুরি। ব্রায়ান লারা খেলেছেন টেস্টের সর্বোচ্চ ইনিংস ৪০০ রান।

আরও