সদ্যই ঘরের মাঠে ইংল্যান্ডকে টেস্ট সিরিজে হারানো পাকিস্তান এবার ভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি। অস্ট্রেলিয়ার মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে নামছে সাদা বলের ফরম্যাটে নতুন অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানের নেতৃত্বাধীন পাকিস্তান দল। বাংলাদেশ সময় সোমবার সকাল সাড়ে ৯টায় মেলবোর্নে শুরু হবে প্রথম ওয়ানডে।
৮ নভেম্বর অ্যাডিলেডে দ্বিতীয় ও ১০ নভেম্বর পার্থে তৃতীয় ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে।
এরপর দুই দল তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে লড়বে। ম্যাচগুলো যথাক্রমে ১৪ (ব্রিসবেন), ১৬ (সিডনি) ও ১৮ নভেম্বর (হোবার্ট)।
২০১৭ সালের পর অস্ট্রেলিয়ার মাঠে ওয়ানডে সিরিজ খেলতে নামছে পাকিস্তান। সর্বশেষ সিরিজটা ৪-১-এ জিতে নেয় অস্ট্রেলিয়া। এরপর ২০১৯ সালে সংযুক্ত আরব আমিরাতের মাঠে ৫-০তে সিরিজ জয় করে অস্ট্রেলিয়া। ২০২২ সালে নিজেদের মাঠে ২-১-এ অস্ট্রেলিয়াকে হারিয়ে দেয় পাকিস্তান।
আজ ১০৯তম ওয়ানডে ম্যাচে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও পাকিস্তান। এখন পর্যন্ত খেলা ১০৮টি ওয়ানডে ম্যাচের মধ্যে ৭০টি জিতে অনেক এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া, আর পাকিস্তান জিতেছে ৩৪টি।
সম্প্রতি স্পিনের শক্তিতে ইংল্যান্ডকে টেস্ট সিরিজে হারালেও অস্ট্রেলিয়ায় পেসের ওপরই ভরসা করছে পাকিস্তান। প্রথম ওয়ানডের ম্যাচে একদিন আগেই একাদশ ঘোষণা করেছে সফরকারীরা, যেখানে কোনো বিশেষজ্ঞ স্পিনারকে রাখা হয়নি। শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ ও মোহাম্মদ হাসনাইন—এই চার পেসার নিয়ে নামছে পাকিস্তান। সঙ্গে স্পিন ঘুরাবেন কামরান গুলাম, সালমান আগা ও সাইম আইয়ুব।