মিরপুর টেস্টে প্রোটিয়াদের কাছে ৭ উইকেটে হেরেছে বাংলাদেশ। টাইগারদের দেয়া ১০৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৩ উইকেট হারিয়ে সহজেই জয় পায় এইডেন মার্করামের দল। এই জয়ে সিরিজে ১-০’তে এগিয়ে গেল প্রোটিয়ারা।
১০৬ টার্গেটে ব্যাট করতে নেমে খুব বেশি সময় নেয়নি প্রোটিয়া ব্যাটাররা। তবে উইকেটও গিয়েছে ৩টি। সবগুলোই দখল করেছেন প্রথম ইনিংসে ৫ উইকেট নেয়া তাইজুল ইসলাম। দলীয় ৪২ ও ব্যক্তিগত ২০ রানে সাজঘরে ফেরেন এইডেন মার্করাম। দলীয় ৭১ রানের মাথায় তাইজুলের দ্বিতীয় শিকার হন আরেক ওপেনার ডি জর্জি। বাকি পথটুকু ট্রিস্টান স্টাবস ও ডেভিড বেডিংহামের ব্যাটে পাড়ি দেয় দক্ষিণ আফ্রিকা। ব্যক্তিগত ১২ রানে বেডিংহাম আউট হলেও স্টাবস অপরাজিত থাকেন ৩০ রানে।
এর আগে, আজ (২৪ অক্টোবর) মিরপুর টেস্টের চতুর্থ দিনে হাতে তিন উইকেট নিয়ে ব্যাট করতে নেমেছিল বাংলাদেশ। লিড বাড়ানোর সঙ্গে ছিল মেহেদী হাসান মিরাজের সেঞ্চুরির আশা। তবে পূরণ হয়নি কোনোটিই। মাত্র ৪ ওভার ৫ বলে তিন উইকেট হারিয়ে অলআউট হয় টাইগাররা। বাংলাদেশের স্কোরবোর্ডে যোগ মাত্র ২৪ রান। শেষ ব্যাটার হিসেবে ব্যক্তিগত ৯৭ রানে আউট হন মিরাজ। এতে ৩০৭ রানে শেষ হয় বাংলাদেশের ইনিংস।
এর আগে, বাংলাদেশের প্রথম ইনিংসে করা ১০৬ রানের পর দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস শেষ হয় ৩০৮ রানে। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন ১১৪ রানে ঝলমলে ইনিংস খেলা প্রোটিয়া উইকেটরক্ষক ব্যাটার কাইল ভেরাইনা।