চট্টগ্রাম টেস্ট

ফিল্ডিং নিয়ে আক্ষেপ, এখনই আশা ছাড়ছেন না বাংলাদেশ কোচ

বাংলাদেশের ক্যাচ মিসের জন্য হতাশা প্রকাশ করে ফিল সিমন্স বলেন, ‘সুযোগগুলো হাতছাড়া না হলে হয়তো দিনের চিত্রটা অন্যরকম হতো। ‘

সিমন্স বলেন, ‘ক্রিকেটে অনেক কিছুই ঘটে। আমরাও কাল চেষ্টা করব দ্রুত তাদের উইকেট নিতে।’

চট্টগ্রাম টেস্টে প্রথম দিন ২ উইকেটে ৩০৭ রান তুলে বড় সংগ্রহের পথে ছুটছে দক্ষিণ আফ্রিকা। আপাতদৃশ্যে মনে হতেই পারে, ম্যাচটি এখন প্রোটিয়াদের নিয়ন্ত্রণে। তবে এখনই আশা ছাড়ছেন না বাংলাদেশ কোচ ফিল সিমন্স। তার আশা, বুধবার দ্বিতীয় দিন সকালে দ্রুত কিছু উইকেট নিতে পারলে পরিস্থিতি বদলে যেতে পারে।

তিনি সম্প্রতি মুলতানে পাকিস্তান ও ইংল্যান্ডের টেস্টের উদাহরণ টানেন। পাকিস্তান প্রথম ইনিংসে ৫৫৬ রান তোলার পরও হেরেছে। ইংলিশরা ইতিহাস গড়ে ৮২৩ রান তুলে নেয়। ওই ম্যাচে পাকিস্তান ইনিংস ব্যবধানে হেরে যায়। সিমন্স বলেন, ‘ক্রিকেটে অনেক কিছুই ঘটে। আমরাও কাল চেষ্টা করব দ্রুত তাদের উইকেট নিতে।’

এরপর তিনি বাংলাদেশের ক্যাচ মিসের জন্য হতাশা প্রকাশ করে বলেন, ‘সুযোগগুলো হাতছাড়া না হলে হয়তো দিনের চিত্রটা অন্যরকম হতো। ‘

বাংলাদেশের ফিল্ডাররা বাজে ফিল্ডিংয়ে কিছু সুযোগ হারিয়েছেন। ৬ রানে জর্জির ক্যাচ ছাড়েন অভিষিক্ত মাহিদুল ইসলাম অঙ্কন। সেই জর্জি অপরাজিত আছেন ১৪১ রানে। ২৫ রানে স্টাবসের স্টাম্পিং মিস করেন অঙ্কন। সেই স্টাবস জীবন পেয়ে করেছেন ১০৬ রান এবং জর্জির সঙ্গে দুইশত রানের পার্টনারশিপ গড়ে দক্ষিণ আফ্রিকাকে সংহত অবস্থান গড়ে দিয়েছেন।

এছাড়া তাইজুল ও রানার দুটি রিভিউ নষ্ট হয়।

আরও