জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে জোড়া সেঞ্চুরিতে বড় সংগ্রহের দিকে ছুটছিল দক্ষিণ আফ্রিকা। সাগরিকায় আজ টনি ডি জর্জির পর সেঞ্চুরি করেন ত্রিস্তান স্টাবসও। যদিও ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করার পরই তিনি তাইজুল ইসলামের বলে বোল্ড হয়ে যান। এই উইকেটের পরও স্বাগতিক শিবিরে স্বস্তি কই? অতিথি দলটি ৮১ ওভারে ২ উইকেটে ৩০৭ রান তুলে প্রথম দিন মাঠ ছেড়েছে। ১৪১ রানে অপরাজিত রয়েছেন টনি ডি জর্জি, ডেভিড বেডিংহ্যাম ১৮ রানে অপরাজিত।
দ্বিতীয় উইকেটে ৩৪২ বল মোকাবেলা করে বোর্ডে ২০১ রান যোগ করেন স্টাবস ও ডি জর্জি। এ পথে দুজনই করেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। অবশ্য ফার্স্ট ক্লাস ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরি আছে দুজনেরই। স্টাবস ৩০২ ও ডি জর্জি ৩০৪ রানের ইনিংস খেলেছেন। স্টাবসের ফার্স্ট ক্লাস গড় ৪৮.১৩, ডি জর্জির ৩৫.৯২।
এর আগে ওপেনিং জুটিতে দারুণ সূচনা করে অতিথিরা। মারক্রাম ও টনি ডি জর্জি ভোগাচ্ছিলেন স্বাগতিকদের। অবশেষে ১৮তম ওভারের প্রথম বলে এসে প্রথম সাফল্য পায় বাংলাদেশ। তাইজুল ইসলামের হাওয়ায় ভাসানো বলে ডাউন দ্য উইকেটে এসে মারতে গিয়ে এইডেন মারক্রাম ক্যাচ তুলে দেন মুমিনুল হকের হাতে। প্রোটিয়া দলনায়ক ৩৩ রান করেছেন।
এরপর প্রোটিয়ারা সাবলীল ব্যাটিং করে গেছেন। দ্বিতীয় সেশনে ঠিক ২৮ ওভার খেলে তারা দলীয় সংগ্রহ দুশ পার করে। ১ উইকেটে ২০৫ রান নিয়ে চা-বিরতিতে যায় দলটি।