ডাচ কোচ এরিক টেন হ্যাগকে বরখাস্ত করার এক সপ্তাহের মধ্যেই নতুন কোচ হিসেবে রুবেন আমোরিমকে নিয়োগ দিয়েছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। ৩৯ বছর বয়সী এ পর্তুগিজ কোচ অবশ্য এখনই যোগ দিচ্ছেন না। স্পোর্টিং লিসবন থেকে ১১ নভেম্বর তিনি ওল্ড ট্র্যাফোর্ডে আসছেন। তার আগে ম্যানইউ খেলে ফেলবে তিনটি ম্যাচ। আজ ঘরের মাঠে চেলসির মুখোমুখি হচ্ছে রেড ডেভিলরা। ম্যাচটি শুরু হবে রাত ১০টা ৩০ মিনিটে।
শুক্রবার আমোরিমকে নিয়োগের ঘোষণা দেয়া হয়। তার সঙ্গে ২০২৭ সাল পর্যন্ত চুক্তি হয়েছে ম্যানইউর। তিনি আসার আগে ম্যানইউর তিনটি ম্যাচে অন্তর্বর্তীকালীন হেড কোচের দায়িত্ব সামলাবেন ক্লাবের সাবেক খেলোয়াড় রুদ ফন নিস্টেলরয়।
২০১৩ সালে ২৬ বছরের অধ্যায়ের সমাপ্তি টেনে ম্যানইউ থেকে অবসর নেন কিংবদন্তি কোচ স্যার অ্যালেক্স ফার্গুসন। সেই থেকে কোনো কোচই ওল্ড ট্র্যাফোর্ডে স্থায়ী হতে পারছেন না। ফার্গুসনের পর ষষ্ঠ কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন আমোরিম।
আমোরিম অপেক্ষাকৃত তরুণ হলেও তাকে ইউরোপের অন্যতম ‘সম্ভাবনাময়’ ও ‘মেধাবী’ কোচ হিসেবে আখ্যা দিয়েছে ম্যানইউ। স্পোর্টিং লিসবন নিশ্চিত করেছে যে আমোরিমের চুক্তির রিলিজ ক্লজ হিসেবে ম্যানইউ ১১ মিলিয়ন ইউরো পরিশোধ করতে সম্মত হয়েছে।
আমোরিম ওল্ড ট্র্যাফোর্ডে যোগ দেয়ার পরপরই অবশ্য লিগে আন্তর্জাতিক ম্যাচের জন্য বিরতি থাকবে। বিরতি শেষে ২৪ নভেম্বর আনুষ্ঠানিকভাবে শুরু হবে আমোরিম অধ্যায়। ওইদিন ম্যানইউ খেলবে নবাগত দল ইপ্সউইচের বিপক্ষে। নতুন কোচের অধীনে ম্যানইউর প্রথম হোম ম্যাচ ২৮ নভেম্বর। সেদিন ইউরোপা লিগে নরওয়ের দল বোদো/গ্লিমটের মুখোমুখি হবে রেড ডেভিলরা।
আমোরিমের কোচিং স্টাফে কারা থাকবেন তা পরে কখনো জানিয়ে দেবে ম্যানইউ। তিনি অন্তত পাঁচজন সহকারী কোচ সঙ্গে নিয়ে আসতে পারেন। এর মধ্যে আছেন ২৯ বছর বয়সী কার্লোস ফার্নান্দেজ, ২৮ বছর বয়সী আদেলিও কান্দিদো। কাসা পিয়ার কোচ হিসেবে অভিষেকের পরই আমোরিমের সঙ্গে আছেন এ দুজন। এছাড়া গোলকিপিং কোচ এমানুয়েল ফেরো ও স্পোর্টস সায়েন্টস্ট পাওলো বারেইরোও আসতে পারেন ওল্ড ট্র্যাফোর্ডে।
গত মৌসুমে আমোরিমের কোচিংয়ে পর্তুগিজ লিগ শিরোপা জিতেছে স্পোর্টিং লিসবন। গত ৩ আগস্ট থেকে ১৪ ম্যাচে অপরাজিত রয়েছে তার দল। সর্বশেষ পর্তুগিজ সুপার কাপে পোর্তোর কাছে হেরেছে লিসবন।
আমোরিম বলেছেন, তিনি মৌসুম শেষে ম্যানইউর কোচের দায়িত্ব নেয়ার পরিকল্পনা করছিলেন। যদিও সুযোগ এসে পড়লে তিনি চ্যালেঞ্জটা গ্রহণ করেন। কারণ ‘এখন না হলে কখনই নয়’। ম্যানইউতে নাম লেখানোর বিষয়টি নিয়ে তিনি বলেন, ‘মৌসুম শুরু হয়েছে, আমরাও ভালো সূচনা করেছি। এমন সময় ম্যানইউ এসে রিলিজ ক্লজের ক্ষতিপূরণ পরিশোধ করেছে। ক্লাব প্রেসিডেন্ট ক্লাবের স্বার্থই দেখেছেন। আমি তাকে বলেছিলাম, মৌসুম শেষে যাব। যদিও তিনদিন আগে তিনি জানালেন, এখন আর সম্ভব নয়।’