কাতার ফুটবল বিশ্বকাপ

অস্ট্রেলিয়ার বিপক্ষে ফ্রান্সের দুর্দান্ত সূচনা

প্রথমে আশঙ্কা জাগালেও ঘুরে দাঁড়িয়ে ভক্তদের আশ্বস্ত করেছে ফ্রান্স। অস্ট্রেলিয়ার বিপক্ষে আল ওয়াকরার আল জানোব স্টেডিয়ামে গতকাল মঙ্গলবার রাতে ‘ডি’ গ্রুপের ম্যাচটি ৪-১ জিতেছে দিদিয়ে দেশমের দল

প্রথমে আশঙ্কা জাগালেও ঘুরে দাঁড়িয়ে ভক্তদের আশ্বস্ত করেছে ফ্রান্স। অস্ট্রেলিয়ার বিপক্ষে আল ওয়াকরার আল জানোব স্টেডিয়ামে গতকাল মঙ্গলবার রাতে ‘ডি’ গ্রুপের ম্যাচটি ৪-১ জিতেছে দিদিয়ে দেশমের দল।

বিশ্বকাপের তৃতীয় দিনে সৌদি আরবের কাছে আর্জেন্টিনার হার এ পর্যন্ত সবচেয়ে বড় অঘটন। অপর ম্যাচে ৯ মিনিটে ক্রেইগ গুডউইনের গোলে লিড পায় অস্ট্রেলিয়া। তাতেই আরেকটি অঘটনের শঙ্কা জাগে।

তবে বেশিরক্ষণ অপেক্ষা করতে হয়নি। ২৭ মিনিটের মাথায় কর্ণার থেকে থিও হার্নান্দেজের বাড়ানো বল হেডে গোল করেন র‍্যাবিয়ট। এর ৯ মিনিট পর র‍্যাবিয়টের সাহায্য নিয়ে গোল করেন জিরুড।

বিরতিতে ফ্রান্স ২-১ গোলে এগিয়ে থাকলেও চোখ ছিল এক জনের দিকেই। কিলিয়ান এমবাপ্পে। হতাশ করলেন না ফরাসি ফরোয়ার্ড। ৬৮ মিনিটের মাথায় ডান দিক থেকে বল ভাসিয়েছিলেন ওসমানে দেম্বেলে। লাফিয়ে হেডে গোল এমবাপ্পের।

হেডে নিজের দ্বিতীয় এবং দলের চতুর্থ গোল করেন জিরুড। এর মাধ্যমে গোলের নতুন এক রেকর্ড গড়েছেন জিরুড। ছুঁয়ে ফেলেছেন কিংবদন্তি থিয়েরি অরিঁকে। ফ্রান্সের হয়ে এতদিন ৫১টি গোল দিয়ে সর্বোচ্চ গোলদাতা ছিলেন তিনি।

আরও