আফগানিস্তান সিরিজ

নতুন উদ্যমে শুরুর আশা তাওহীদ হৃদয়ের

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঢাকা ও চট্টগ্রাম টেস্টে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ। বিশেষ করে যাচ্ছেতাই পারফর্ম করেছেন ব্যাটাররা।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঢাকা ও চট্টগ্রাম টেস্টে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ। বিশেষ করে যাচ্ছেতাই পারফর্ম করেছেন ব্যাটাররা। সেই ক্ষত না শুকাতেই সামনে আরেকটি সিরিজ। সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের সঙ্গে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। ৬ নভেম্বর শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এ সিরিজ খেলতে গতকাল ঢাকা ছাড়ার আগে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে সংবাদমাধ্যমকে তারকা ব্যাটার তাওহীদ হৃদয় বলেছেন, নতুন সিরিজে নতুন উদ্যমে শুরু করতে চান তারা। এ সময় তিনি টি-টোয়েন্টি দলের নেতৃত্ব পাওয়া-না পাওয়ার বিষয় নিয়েও কথা বলেন।

গতকাল সন্ধ্যায় বাংলাদেশ দলের একাংশ দুবাইয়ের পথে রওনা হয়, বাকি অংশ যাবে আজ।

দুবাই যাওয়ার আগে তাওহীদ হৃদয় বলেন, ‘আমার মনে হয়, অতীত নিয়ে ভাবার কিছু নেই। আশা রাখি ভালোভাবেই শুরু করতে পারব। আমরা বরাবরই এ ফরম্যাটে ভালো খেলে থাকি। আমরা ভালোভাবে শুরু করতে চাই। আমাদের দলের যে সামর্থ্য, সে অনুযায়ী খেলতে পারি ভালো কিছু হবে ইনশা আল্লাহ। তবে আমরা দিনটা কীভাবে শুরু করব, ওটাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমি আগে শারজাহতে খেলিনি। তবে আমাদের দলের বেশির ভাগ ক্রিকেটারই ওখানে খেলেছে। তাদের জন্য কাজটা কঠিন হবে না।’

সম্প্রতি নাজমুল হোসেন বাংলাদেশ দলের তিন সংস্করণের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করার পর টেস্টে মেহেদী হাসান মিরাজ ও টি-টোয়েন্টিতে তাওহিদ হৃদয়ের নাম শোনা যায়। যদিও শান্তকে অধিনায়ক করেই আফগানিস্তান সিরিজে দল ঘোষণা করেছে বিসিবি। নেতৃত্ব নিয়ে প্রশ্ন করা হলে তাওহীদ বলেছেন, ‘এ বিষয়ে বিসিবি সিদ্ধান্ত দেবে। আমার হাতে কিছু নেই। আমি মনে করি, এটা শুধু আমার বা এক-দুজন দিয়ে হবে না। এটা বিসিবি বা যারা দায়িত্বে আছেন, তারা ভালো জানবেন। আমার যেটা মনে হয়, দলের ভালোর জন্য যার কাছে (অধিনায়কত্ব) যাওয়া উচিত, তাকেই দেয়া উচিত।’

আরও