চট্টগ্রাম টেস্ট

কতদূর যেতে পারবেন ‘নিঃসঙ্গ শেরপা’ মুমিনুল

সাগরিকা যেন আজ স্বাগতিকদের মৃত্যুপুরী। পঞ্চাশের আগে ৮ উইকেট পতনের পর টেল-এন্ডার তাইজুল ইসলামকে নিয়ে লড়াই শুরু করেন মুমিনুল হক সৌরভ। তিনি ৭৪ রানে ও তাইজুল ১৮ রান নিয়ে লাঞ্চে যান।

সাগরিকায় নিজের অষ্টম ও সব মিলে ১৪তম সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েছেন। পারবেন কি তিন অঙ্ক ছুঁয়ে ফেলতে? পারবেন কি নিঃসঙ্গ শেরপা হয়ে দলকে সম্মানজনক জায়গায় নিয়ে যেতে?

চট্টগ্রাম টেস্টে তিন সেঞ্চুরিতে ৬ উইকেটে ৫৭৫ রানের সৌধ গড়ে প্রথম ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা। তারই জবাবে অসম লড়াই হলো। ৪ উইকেটে ৩৮ রান নিয়ে দ্বিতীয় দিন মাঠ ছাড়ে বাংলাদেশ। মুমিনুল হক ৬ ও শান্ত ৪ রানে অপরাজিত ছিলেন। আজ বৃহস্পতিবার সকালে আধাঘণ্টার মধ্যেই মাথা নিচু করে মাঠ ছাড়তে থাকেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, দেশের হয়ে সবচেয়ে বেশি টেস্ট রানের মালিক মুশফিকুর রহিম, ভবিষ্যতের অধিনায়ক হিসেবে যাকে ভাবা হয় সেই মেহেদী হাসান মিরাজ আর এই টেস্টেই অভিষেক ঘটা মাহিদুল ইসলাম অঙ্কন। দলের রান যখন ৪৮ তখন নেই ৮ উইকেট!

সাগরিকা যেন আজ স্বাগতিকদের মৃত্যুপুরী। পঞ্চাশের আগে ৮ উইকেট পতনের পর টেল-এন্ডার তাইজুল ইসলামকে নিয়ে লড়াই শুরু করেন মুমিনুল হক সৌরভ। তিনি ৭৪ রানে ও তাইজুল ১৮ রান নিয়ে লাঞ্চে যান।

কক্সবাজার থেকে উঠে আসা এই ক্রিকেটারকে চট্টগ্রামের সন্তান হিসেবেই ভাবেন চট্টলাবাসী। তিনিও এই মাঠকে নিজের ‘ঘর’ ভাবেন। খেলায় তার প্রতিফলন আছে। তার ক্যারিয়ারের সর্বোচ্চ ইনিংস এই মাঠে, সবচেয়ে বেশি সেঞ্চুরিও এখানে। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ১৩টি সেঞ্চুরি করা মুমিনুল জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামেই তিন অঙ্ক ছুঁয়েছেন সাতবার! আবার ক্যারিয়ারসেরা ১৮১ রানও করেছেন এই মাঠে।

এছাড়া তিনি ১৭৬, ১৩১, ১২০, ১১৫, ১০৫ ও ১০১ রানের ইনিংস খেলেছেন সাগরিকায়। আজ এই মাঠে নিজের অষ্টম ও সব মিলে ১৪তম সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েছেন। পারবেন কি তিন অঙ্ক ছুঁয়ে ফেলতে? পারবেন কি নিঃসঙ্গ শেরপা হয়ে দলকে সম্মানজনক জায়গায় নিয়ে যেতে?

আরও