ঢাকার পর চট্টগ্রাম টেস্টেও দক্ষিণ আফ্রিকার কাছে শোচনীয়ভাবে হেরেছে বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজে হোয়াইটওয়াশ হলো নাজমুল হোসেন শান্তর দল। আজ চট্টলায় হারশেষে সংবাদ সম্মেলনে এসে ব্যাটিং ব্যর্থতা নিয়ে হতাশা প্রকাশ করেছেন বাংলাদেশ দলনায়ক শান্ত।
ব্যাটিংয়ে দলের ধারাবাহিক ব্যর্থতা নিয়ে শান্ত, ‘এটা খুবই হতাশাজনক।’ ঠিক কী কারণে এমনটি হচ্ছে? শান্তর উত্তর, ‘আসলে যখন উপরের দিক থেকে ভালো পার্টনারশিপ হয় না তখন মাঝের ও নিচের দিকে রান করাটা খুবই কঠিন হয়ে পড়ে। টপ অর্ডার ব্যাটাররা আসলে কী চিন্তা করে তা বুঝতে পারছি না। সেটা তারাই ভালো জানেন। এমনটি চলতে থাকলে তা দলের জন্য খুবই খারাপ কিছু।’
এ থেকে উত্তরণের উপায় কী? শান্ত এ নিয়ে বলেন, ‘আসলে আমাদের মাঠে ও মাঠের বাইরের কিছু সমস্যা আছে, যা ঠিক করতে হবে। আমাদের স্কিলের যেমন সমস্যা আছে, তেমনি মানসিকতায়ও।’
শান্তর ব্যাট হাসে না অনেকদিন ধরে। ৩০-৪০ রানে আটকে আছেন তিনি। নেতৃত্ব তার ওপর বাড়তি চাপ তৈরি করে কিনা, এ নিয়ে তিনি বলেন, ‘না, আমি যখন ব্যাট করি তখন মনে হয় না আমি অধিনায়ক। আমি কেবল বল দেখি আর খেলি। ছোটবেলা থেকেই আমি নেতৃত্বটা উপভোগ করি, এটা আমার ওপর চাপ তৈরি করে না।’