নবম নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজের কাছে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। শারজায় আগে ব্যাটিংয়ে নেমে অফস্পিনার কারিশমা রামহারাকের ঘূর্ণিতে বেসামাল বাংলাদেশ দল নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১০৩ রান তুলতে সমর্থ হয়। এরপর ৪৩ বল ও ৮ উইকেট হাতে রেখেই ১০৪ রানের টার্গেট ছুঁয়ে ফেলে ক্যারিবীয় মেয়েরা।
ব্যাটিং বিপর্যয়ের মধ্যে ৪৪ বলে ৩৯ রান করেও দলকে ভালো পুঁজি এনে দিতে ব্যর্থ হন বাংলাদেশ দলনায়ক নিগার সুলতানা। কারিশমা ১৭ রানে নেন ৪ উইকেট। অ্যাফি ফ্লেচার নেন ২ উইকেট। এরপর অধিনায়ক হেইলি ম্যাথিউস (৩৪), স্টেফানি টেইলর (২৭), শেমাইন ক্যাম্পবেল (২১) ও ডেন্ড্রা ডট্টিনের (১৯*) ব্যাটে ভর করে সহজ জয় পায় ক্যারিবীয়রা।
প্রথম ম্যাচে স্কটল্যান্ডকে হারিয়ে দেয় দিলেও পরের ম্যাচে ইংল্যান্ডের কাছে হেরে যায় বাংলাদেশ। সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে হলে আজ জিততে হতো টাইগ্রেসদের। যদিও আশানুরুপ ফল হলো না।
বাংলাদেশকে বড় ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেল ওয়েস্ট ইন্ডিজ। ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের এক নম্বরে অবস্থান করছে তারা। সমান ৪ পয়েন্ট নিয়ে দুইয়ে দক্ষিণ আফ্রিকা। ইংল্যান্ড ও বাংলাদেশের সংগ্রহ সমান ২ পয়েন্ট হলেও ইংলিশরা এক ম্যাচ কম খেলেছে।
‘এ’ গ্রুপের শীর্ষে অস্ট্রেলিয়া (৪ পয়েন্ট)। এরপর ভারত (৪), পাকিস্তান (২) ও নিউজল্যান্ড (২)। বুধবার রাতের ম্যাচে শ্রীলংকাকে ৮২ রানে হারায় ভারত। শুক্রবার রাতে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে পাকিস্তান।