চট্টগ্রাম টেস্ট

প্রথম আধ ঘণ্টায় ৪ উইকেট হারিয়ে খাদের কিনারায় বাংলাদেশ

প্রোটিয়াদের রানের পাহাড়ে চাপা পড়ে ৪৮ রানেই ৮ উইকেট হারিয়ে খাদের কিনারায় পৌঁছেছে বাংলাদেশ। চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনে প্রথম সেশনেই ফলোঅন এড়ানোকে আপাত অসম্ভব বানিয়ে ফেলেছে ব্যাটিং সহায়ক উইকেটে বাংলাদেশি ব্যাটারদের ব্যাট করতে ভুলে যাওয়ার পুরনো রোগ। প্রোটিয়াদের প্রথম ইনিংসের চেয়ে এখনো ৪৮৪ রানে পিছিয়ে বাংলাদেশ।

প্রায় দুইদিন ব্যাট করে ৫৭৫ রান করে ইনিংস ডিক্লেয়ার করে চট্টগ্রামের উইকেটকে ব্যাটারদের স্বর্গ বলেও মনে করাচ্ছিল দক্ষিণ আফ্রিকা। সেই একই উইকেটে ৪ উইকেটে ৩৮ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে প্রথম আধ ঘণ্টায়ই আরো ৪ উইকেট হারায় নাজমুল হোসেন শান্তর দল। ৫৭৫ রান হজম করে কেবল ৭৫ রান করতে পারবে কিনা বাংলাদেশ সে আশঙ্কাও দেখা দেয়। তবে মমিনুল হক ও তাইজুল ইসলামের প্রতিরোধে ৭৫ রানের সেই ‘ল্যান্ডমার্ক’ পেরিয়েছে বাংলাদেশ। তবে ফলোঅন এড়াতেই শান্তবাহিনী এখনো ২৮৫ রানে পিছিয়ে।

প্রতিবেদনটি লেখার সময় বাংলাদেশের রান ছিল ৮ উইকেট হারিয়ে ৯১। মমিনুল ৩৫ এবং তাইজুল ব্যাট করছিলেন ১৪ রান নিয়ে। টেস্ট র‍্যাংকিংয়ের শীর্ষ বোলার কাগিসো রাবাদা নিয়েছেন ৫ উইকেট।

আরও