সংযুক্ত আরব আমিরাতের শারজায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজে আফগানিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ঘরের মাঠে আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পায় না আফগানিস্তান। বিদেশেই খেলে বেড়ান রশিদ খান, রহমানউল্লাহ গুরবাজরা। কখনো ভারত, কখনোবা সংযুক্ত আরব আমিরাতই হয় তাদের ‘হোম’ ভেন্যু। সবচেয়ে বেশি ম্যাচ তারা খেলে থাকেন মধ্যপ্রাচ্যের আরব আমিরাতে। সেখানে আরেকটি হোম সিরিজে এবার বাংলাদেশের মুখোমুখি তারা। আজ বাংলাদেশ সময় বিকাল ৪টায় প্রথম ওয়ানডে। একই ভেন্যুতে ৯ নভেম্বর দ্বিতীয় ও ১১ নভেম্বর তৃতীয় ম্যাচ।
টাইগাররা ২০২৪ সালে ওয়ানডে ম্যাচ খেলেছে মাত্র তিনটি। ১৩, ১৫ ও ১৮ মার্চ চট্টগ্রামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে শ্রীলংকাকে হারায় বাংলাদেশ। প্রায় আট মাস পর ওয়ানডে খেলতে নামছে নাজমুল হোসেন শান্তর দল। শারজা থেকেই সরাসরি ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে বাংলাদেশ দল। ওয়েস্ট ইন্ডিজ সফরে তারা খেলবে দুটি টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ। দ্বীপপুঞ্জে পূর্ণাঙ্গ সিরিজের প্রস্তুতি হিসেবেই আফগানদের বিপক্ষে জিততে মরিয়া বাংলাদেশ।
বাংলাদেশ ও আফগানিস্তান এখন পর্যন্ত ১৬টি ওয়ানডে ম্যাচে মুখোমুখি হয়েছে। এর মধ্যে বাংলাদেশ ১০টি ও আফগানিস্তান ৬টি জিতেছে। দুই দল এখন পর্যন্ত তিনটি ওয়ানডে সিরিজে মুখোমুখি হয়েছে, যার দুটি বাংলাদেশ ও একটি আফগানিস্তান জিতেছে। সর্বশেষ ২০২৩ সালের জুলাইয়ে বাংলাদেশ সফরে এসে বাংলাদেশকে হারিয়ে দেন রশিদ খান, মোহাম্মদ নবীরা। এরপর অবশ্য এশিয়া কাপ ও ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে পরপর দুই ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে দেয় বাংলাদেশ। টানা চতুর্থ জয়ের আশায় আজ শাহজায় নামছে শান্তর দল।