মেলবোর্নে প্রথম ওয়ানডে ম্যাচে ২০৩ রানে অলআউট পাকিস্তান

অস্ট্রেলিয়া সফরের প্রথম ম্যাচেই ব্যাটিংয়ে সুবিধা করতে পারল না পাকিস্তান। আজ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে ২০৩ রানে অলআউট হয়ে গেছে সফরকারীরা।

টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় অস্ট্রেলিয়া। স্বাগতিক দলের পেসাররা শুরুতেই পাকিস্তানের টপ অর্ডার গুঁড়িয়ে দেয়। গতিদানব মিচেল স্টার্ক ২৪ রানের মধ্যে ফেরান সাইম আইয়ুব ও শফিক আব্দুল্লাহকে। সাবেক অধিনায়ক বাবর আজম (৪৪ বলে ৩৭) ও বর্তমান অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান (৭১ বলে ৪৪) ধস ঠেকানোর চেষ্টা করলেও বেশিদূর যেতে পারেননি।

অস্ট্রেলিয়া সফরের প্রথম ম্যাচেই ব্যাটিংয়ে সুবিধা করতে পারল না পাকিস্তান। আজ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে ২০৩ রানে অলআউট হয়ে গেছে সফরকারীরা।

টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় অস্ট্রেলিয়া। স্বাগতিক দলের পেসাররা শুরুতেই পাকিস্তানের টপ অর্ডার গুঁড়িয়ে দেয়। গতিদানব মিচেল স্টার্ক ২৪ রানের মধ্যে ফেরান সাইম আইয়ুব ও শফিক আব্দুল্লাহকে। সাবেক অধিনায়ক বাবর আজম (৪৪ বলে ৩৭) ও বর্তমান অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান (৭১ বলে ৪৪) ধস ঠেকানোর চেষ্টা করলেও বেশিদূর যেতে পারেননি।

শেষ দিকে বোলাররা কিছু রান তুলে বড় লজ্জা থেকে বাঁচানা দলকে। নাসিম শাহ ৩৯ বলে ৪০, শাহিন শাহ আফ্রিদি ১৯ বলে ২৪ ও ইরফান খান ৩৫ বলে ২২ রান করেন।

অস্ট্রেলিয়ার স্টার্ক ৩৩ রানে ৩টি, প্যাট কামিন্স ৩৯ রানে ২টি ও অ্যাডাম জাম্পা ৬৪ রানে ২টি উইকেট নেন।

৮ নভেম্বর অ্যাডিলেডে দ্বিতীয় ও ১০ নভেম্বর পার্থে তৃতীয় ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর দুই দল তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে লড়বে। ম্যাচগুলো যথাক্রমে ১৪ (ব্রিসবেন), ১৬ (সিডনি) ও ১৮ নভেম্বর (হোবার্ট)।

২০১৭ সালের পর অস্ট্রেলিয়ার মাঠে ওয়ানডে সিরিজ খেলতে নামছে পাকিস্তান। সর্বশেষ সিরিজটা ৪-১-এ জিতে নেয় অস্ট্রেলিয়া। এরপর ২০১৯ সালে সংযুক্ত আরব আমিরাতের মাঠে ৫-০তে সিরিজ জয় করে অস্ট্রেলিয়া। ২০২২ সালে নিজেদের মাঠে ২-১-এ অস্ট্রেলিয়াকে হারিয়ে দেয় পাকিস্তান।

আজ ১০৯তম ওয়ানডে ম্যাচে মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া ও পাকিস্তান। এখন পর্যন্ত খেলা ১০৮টি ওয়ানডে ম্যাচের মধ্যে ৭০টি জিতে অনেক এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া, আর পাকিস্তান জিতেছে ৩৪টি।

আরও