মিরাজ-জাকেরের ব্যাটে ইনিংস পরাজয় এড়ানোর দ্বারপ্রান্তে বাংলাদেশ

দক্ষিণ আফ্রিকাকে আবার ব্যাট করতে পাঠানোর জন্য আরো ১০১ রান করতে হবে, এমন সমীকরণ সামনে নিয়ে ১০১ রান নিয়েই দিনের খেলা শুরু করেছিল টাইগাররা। ওপেনার মাহমুদুল ৩৮ এবং মুশফিকের ৩১ রান নিয়ে শুরু করা ইনিংস দুটি ঘিরে সমর্থকরা আশায় বুক বাধলেও তাতে বাধ সাধেন প্রোটিয়া স্ট্রাক বোলার কাগিসো রাবাদা। মাহমুদুলকে স্লিপে বেডিংহামের তালুবন্দি করে দলকে প্রথম সাফল্য এনে দেন এই বর্তমান বিশ্বের অন্যতম সেরা এই পেসার। এক বল পরই মুশফিকের স্ট্যাম্প ছত্রখান করে প্রথম ইনিংসেরই যেন পুনরাবৃত্তি করেন রাবাদা।

মিরপুর টেস্টের তৃতীয় দিনের শুরুতেই ৩ উইকেট হারানোর পর দিশেহারা বাংলাদেশকে পথ দেখাচ্ছে মেহেদি হাসান মিরাজ ও জাকের আলীর ব্যাট। এই দুই ব্যাটারের অবিচ্ছিন্ন জুটিতে প্রোটিয়াদের আবার ব্যাট করতে পাঠানোর ক্ষেত্র তৈরি করে ফেলেছে বাংলাদেশ।

নতুন বলের সামনে আরো একবার বিপদে পড়েছে বাংলাদেশ। ৩ উইকেটে ১০১ রান নিয়ে ব্যাট করতে নেমে কাগিসো রাবাদা এক বলের ব্যবধানেই তুলে নিয়েছেন আগের দিন ক্রিজে সেট হয়ে যাওয়া দুই ব্যাটার মাহমুদুল হাসান ও মুশফিকুর রহিমকে। লিটন দাসও প্রোটিয়াদের জন্য কোনো বিপদের কারণ না হতে পারায় ইনিংস পরাজয়ের সামনে এখন বাংলাদেশ।

দক্ষিণ আফ্রিকাকে আবার ব্যাট করতে পাঠানোর জন্য আরো ১০১ রান করতে হবে, এমন সমীকরণ সামনে নিয়ে ১০১ রান নিয়েই দিনের খেলা শুরু করেছিল টাইগাররা। ওপেনার মাহমুদুল ৩৮ এবং মুশফিকের ৩১ রান নিয়ে শুরু করা ইনিংস দুটি ঘিরে সমর্থকরা আশায় বুক বাধলেও তাতে বাধ সাধেন প্রোটিয়া স্ট্রাক বোলার কাগিসো রাবাদা। মাহমুদুলকে স্লিপে বেডিংহামের তালুবন্দি করে দলকে প্রথম সাফল্য এনে দেন এই বর্তমান বিশ্বের অন্যতম সেরা এই পেসার। এক বল পরই মুশফিকের স্ট্যাম্প ছত্রখান করে প্রথম ইনিংসেরই যেন পুনরাবৃত্তি করেন রাবাদা।

এরপর কেশব মহারাজের বলে উইকেটের পেছনে কাইল ভেরাইনার হাতে ধরা পড়েন ব্যক্তিগত ৭ রান করান লিটন দাস। বাংলাদেশ পরিণত হয় ৬ উইকেটে ১১২ রানে। এরপর মেহেদি হাসান মিরাজ ও চলতি টেস্টে অভিষিক্ত জাকের আলী প্রতিরোধ গড়ার চেষ্টা করছেন। ইনিংস ব্যবধান এড়ানোর লড়াইয়ে অনেকদূর এগিয়ে গেছে এই জুটি। অর্ধশতক পূরণ করেছেন মিরাজ। তাকে এখনো যোগ্য সঙ্গ দিচ্ছেন জাকের আলী।

প্রতিবেদনটি লেখার সময় বাংলাদেশের সংগ্রহ ছিল ৬ উইকেট হারিয়ে ১৯৫ রান। ইনিংস পরাজয় এড়াতে আর দরকার মাত্র ৭ রান। মিরাজ ৫০ এবং জাকের ব্যাট করছেন ২৯ রান নিয়ে। তাদের জুটিতে এখন পর্যন্ত এসেছে গুরুত্বপূর্ণ ৮৩ রান।

আরও