অক্টোবরে প্রযুক্তি খাতে কর্মী ছাঁটাই কমেছে

প্রযুক্তি খাতে অক্টোবরে কর্মী ছাঁটাইয়ের সংখ্যা কমেছে। সেপ্টেম্বরে ৩৫টি কোম্পানি ৩ হাজার ৯৪১ কর্মী ছাঁটাই করেছে।

প্রযুক্তি খাতে অক্টোবরে কর্মী ছাঁটাইয়ের সংখ্যা কমেছে। সেপ্টেম্বরে ৩৫টি কোম্পানি ৩ হাজার ৯৪১ কর্মী ছাঁটাই করেছে। অন্যদিকে অক্টোবরে ৩০টি কোম্পানিতে এ সংখ্যা ৩ হাজার ৮০ জন। বিশ্লেষকদের মধ্যে অনেকেই মনে করেছিলেন যে সেপ্টেম্বরে কম সংখ্যক কর্মী ছাঁটাই করা হয়েছে। কিন্তু অক্টোবরে এ সংখ্যা আরো কমেছে। প্রযুক্তি খাতে কর্মী ছাঁটাইসংক্রান্ত ওয়েবসাইট লেঅফস ডট এফওয়াইআই সূত্রে এসব তথ্য জানা গেছে। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস।

অক্টোবরে চারটি প্রযুক্তিপ্রতিষ্ঠানের প্রত্যেকটি ৪০০ কর্মী এবং প্রায় চারটি প্রতিষ্ঠানের প্রত্যেকটি প্রায় ৩০০ কর্মী ছাঁটাই করেছে। তা সত্ত্বেও চলতি বছরে অক্টোবরেই সবচেয়ে কম কর্মী ছাঁটাই হয়েছে। চলতি বছরের জানুয়ারি, ফেব্রুয়ারি ও এপ্রিলে এ খাতে ছাঁটাইয়ের প্রবণতা সর্বোচ্চ ছিল। এরপর থেকে পর্যায়ক্রমে তা কমতে থাকে। অক্টোবরে এসে কয়েক মাস ধরে যে প্রবণতা ছিল তার স্থিতিশীল অবস্থা দেখা যায়। অক্টোবরে ক্রিপ্টো, ভোক্তা পণ্য, আর্থিক ও স্বাস্থ্যসেবার মতো বিভিন্ন খাতের প্রতিষ্ঠানগুলোয় ছাঁটাই বেশি দেখা গেছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক ক্লাউড স্টোরেজ কোম্পানি ড্রপবক্স ৫২৭ কর্মী ছাঁটাই করেছে। ৩০ অক্টোবর ২০ শতাংশ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দেয় কোম্পানিটি। ড্রপবক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড্রিউ হিউস্টন একে কোম্পানির জন্য ‘রূপান্তরকালীন সময়’ বলে অভিহিত করেছেন। হিউস্টন বলেন, এ পদক্ষেপের উদ্দেশ্য হচ্ছে কোম্পানির যেসব অংশে অধিক পরিমাণে বিনিয়োগ হয়েছে সেখানে সমন্বয় করা এবং আরো দক্ষ দলীয় কাঠামো তৈরি করা। অন্যদিকে ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ কোম্পানি ক্র্যাকেন করপোরেট পুনর্গঠনের অংশ হিসেবে ৪০০ জন অর্থাৎ ১৫ শতাংশ কর্মী ছাঁটাই করেছে। কোম্পানিটি নতুন সহকারী প্রধান নির্বাহী কর্মকর্তাও নিয়োগ দিয়েছে।

১১ অক্টোবর টিকটক জানায়, তারা বিশ্বব্যাপী কয়েকশ কর্মী ছাঁটাই করছে, যার মধ্যে বেশির ভাগ মালয়েশিয়া থেকে। এআইয়ের বৃহত্তর ব্যবহারের দিকে পরিবর্তনের অংশ হিসেবে এ ছাঁটাই প্রক্রিয়া বাস্তবায়ন করা হয়। এর আগেও কোম্পানিটি সাত শতাধিক কর্মী ছাঁটাই করেছে বলে জানা যায়। তবে টিকটকের প্যারেন্ট কোম্পানি বাইটড্যান্স পরে ব্যাখ্যা দেয় যে সংখ্যাটি প্রায় ৫০০।

অন্যান্য উল্লেখযোগ্য ছাঁটাইয়ের খবর পাওয়া গেছে মিরো, ডিওয়াইডিএক্স ও কনসেনসিসের মতো কোম্পানিগুলো থেকে। এ ছাঁটাই মূলত সান ফ্রান্সিসকো বে এরিয়া ও নিউইয়র্ককে প্রভাবিত করেছে, যা প্রধান প্রযুক্তি কেন্দ্র। অন্যদিকে ক্রিপ্টো ও আর্থিক খাতে ছাঁটাই থেকে অনুমান করা যায় যে এসব খাত চলমান চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে।

বছরজুড়ে সফটওয়্যার, হার্ডওয়্যার, সোশ্যাল মিডিয়ার মতো প্রযুক্তি খাত এবং আর্থিক প্রযুক্তি ও এআই ক্ষেত্রে মুষ্টিমেয় কোম্পানিতে সবচেয়ে বেশি কর্মী ছাঁটাইয়ের ঘটনা ঘটেছে। এর প্রধান কারণ হলো, কোম্পানিগুলো এআই টুল ও স্বয়ংক্রিয় প্রযুক্তি গ্রহণ করেছে। অন্যদিকে কিছু কোম্পানি আর্থিক সমন্বয়ের কারণে কর্মী ছাঁটাই করেছে।

আরও