ভারত থেকে আইফোন রফতানি বেড়েছে

ভারত থেকে আইফোন রফতানি মূল্য হিসেবে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত এক-তৃতীয়াংশ বেড়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এ সময় ভারতে তৈরি প্রায় ৬০০ কোটি ডলারের আইফোন রফতানি করেছে অ্যাপল ইনকরপোরেশন।

ভারত থেকে আইফোন রফতানি মূল্য হিসেবে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত এক-তৃতীয়াংশ বেড়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এ সময় ভারতে তৈরি প্রায় ৬০০ কোটি ডলারের আইফোন রফতানি করেছে অ্যাপল ইনকরপোরেশন। ফলে চলতি অর্থবছরে বার্ষিক রফতানি ১ হাজার কোটি ডলার অতিক্রম করতে পারে। খবর দ্য হিন্দু বিজনেস লাইন।

বিশ্লেষকরা বলছেন, রফতানি বাড়ায় এটা স্পষ্ট যে অ্যাপল ভারতে উৎপাদনসক্ষমতা সম্প্রসারণের প্রচেষ্টা চালাচ্ছে। এর মাধ্যমে মার্কিন কোম্পানিটি চীনের ওপর নির্ভরশীলতা কমানোর চেষ্টা করছে।

অ্যাপল ভারতের স্থানীয় প্রণোদনা, দক্ষ কর্মী ও প্রযুক্তিগত অগ্রগতির সুবিধা নিয়ে দ্রুততার সঙ্গে তাদের উৎপাদন নেটওয়ার্ক সম্প্রসারণ করছে। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বেইজিংয়ের উত্তেজনার কারণে ব্যবসায়িক ঝুঁকি বেড়েছে। ফলে চীনের ওপর নির্ভরশীলতা কমাতে ভারতে অ্যাপলের প্রচেষ্টা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

বর্তমানে তাইওয়ানের ফক্সকন টেকনোলজি গ্রুপ ও পেগাট্রন করপোরেশন এবং ভারতের টাটা ইলেকট্রনিকস দক্ষিণ ভারতে আইফোন উৎপাদন (অ্যাসেম্বল) করছে। চেন্নাইয়ের উপকণ্ঠে অবস্থিত ফক্সকনের স্থানীয় কারখানা ভারতের শীর্ষ আইফোন সরবরাহকারী। প্রতিষ্ঠানটি দেশের মোট আইফোনের অর্ধেক রফতানি করে।

টাটা গ্রুপের ইলেকট্রনিকস ইউনিট এপ্রিল-সেপ্টেম্বর পর্যন্ত কর্ণাটক রাজ্যের কারখানা থেকে প্রায় ১৭০ কোটি ডলারের আইফোন রফতানি করেছে। টাটা গত বছর উইস্ট্রন করপোরেশনের এ ইউনিট অধিগ্রহণ করে।

মার্কিন বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্যানুসারে, ভারত থেকে উল্লেখযোগ্য পরিমাণ স্মার্টফোন রফতানি হচ্ছে। চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে যুক্তরাষ্ট্রে ২৮৮ কোটি ডলার মূল্যের ভারতে তৈরি আইফোন রফতানি করা হয়েছে। এতে স্মার্টফোন দেশটির বৃহত্তম রফতানি পণ্য বিভাগের শীর্ষে উঠে এসেছে।

পাঁচ বছর আগে ভারতে অ্যাপলের উৎপাদন নেটওয়ার্ক সম্প্রসারণ হয়।

আরও