চীনের বাজারে ওয়ানপ্লাস নিজেদের ফ্ল্যাগশিপ স্মার্টফোন ওয়ানপ্লাস ১৩ উন্মোচন করেছে। এতে প্রথমবারের মতো কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর ব্যবহার করা হয়েছে। এছাড়া যুক্ত করা হয়েছে ৬ হাজার মাইক্রোঅ্যাম্পিয়ারের বৃহদাকার ব্যাটারি। ধারণা করা হচ্ছে, আগামী মাসগুলোয় এটি বিশ্ববাজারে আসতে পারে। খবর ইন্ডিয়া টুডে।
চীনে ওয়ানপ্লাস ১৩ চারটি ভ্যারিয়েন্টে আসতে যাচ্ছে, যা ১২ গিগাবাইটের (জিবি) রÅাম এবং ২৫৬ জিবি স্টোরেজবিশিষ্ট ভ্যারিয়েন্ট থেকে শুরু হবে। ফোনটি সাদা, অবসিডিয়ান ও নীল রঙে পাওয়া যাবে। ওয়ানপ্লাসের আগের ফোনগুলোর চেয়ে ভিন্ন কোয়াড-কিউরড ডিজাইন নিয়ে এসেছে মডেলটি। এতে থাকবে ৬ দশমিক ৮২ ইঞ্চির ১৪৪০ পিক্সেলের ডিসপ্লে। এটি ১-১২০ হার্টজ রিফ্রেশ রেট সক্ষমতার। এর সাধারণ উজ্জ্বলতার মান ৮০০ নিট, যা সর্বোচ্চ ৪ হাজার ৫০০ নিটে পৌঁছাতে পারে। এতে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও রয়েছে।