ম্যাকওএস ও আইওএস প্লাটফর্মের জন্য জনপ্রিয় ছবি সম্পাদনার অ্যাপ্লিকেশন (অ্যাপ) পিক্সেলমেটর। অ্যাপটি কিনছে টেক জায়ান্ট অ্যাপল। খবর টেকক্রাঞ্চ।
শুক্রবার অধিগ্রহণ সম্পর্কে জানিয়েছে পিক্সেলমেটর। বড় প্রতিষ্ঠানের অংশ হওয়ার পর ছবি সম্পাদনার অ্যাপটির ইকোসিস্টেমে কী পরিবর্তন আসতে পারে সে সম্পর্কে কিছু জানানো হয়নি। তবে তারা বলেছে যে অন্তত ম্যাকওএসের জন্য পিক্সেলমেটর প্রো ও আইওএসের জন্য পিক্সেলমেটর অ্যাপে বড় ধরনের কোনো পরিবর্তন করা হবে না।
টেকক্রাঞ্চের প্রতিবেদনে বলা হয়েছে, অ্যাপলের অধিগ্রহণ ইতিহাসের দিকে তাকালে অনুমান করা যায় যে পিক্সেলমেটর স্বাধীনভাবে কাজ নাও করতে পারে। অ্যাপটির ফিচার সরাসরি অ্যাপলের ফটোজ অ্যাপের সঙ্গে সমন্বয় করা হতে পারে।
পিক্সেলমেটর বর্তমানে আইওএস, ম্যাকওএস, আইপ্যাডওএস ও ভিশনওএস প্লাটফর্মের জন্য ব্যবহার করা যাচ্ছে। তবে অ্যান্ড্রয়েড ইকোসিস্টেমে অ্যাপটি ব্যবহারযোগ্য নয়। ২০০৭ সালে লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়াসে তৈরি করা হয় ছবি সম্পাদনার এই অ্যাপ। পিক্সেলমেটর বলেছে, ‘পেছনে ফিরে তাকালে দেখা যাবে যে ভিলনিয়াসে এই ছোট একটি দল বছরের পর বছর ধরে যা অর্জন করেছে তা সত্যিই আশ্চর্যজনক। আর এখন! বিশ্বজুড়ে আরো বড় পরিসরে সৃজনশীল মানুষের কাছে পৌঁছানোর সক্ষমতা আমাদের রয়েছে।’
পিক্সেলমেটর অধিগ্রহণ এখনো সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন পায়নি।
আর অ্যাপলের পক্ষ থেকে এ বিষয়ে টেকক্রাঞ্চ মন্তব্য জানতে চাইলে কিছু জানায়নি।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-ভিত্তিক ছবি সম্পাদনায় গুরুত্ব দিচ্ছে অ্যাপল। সম্প্রতি আইওএস হালনাগাদে ‘ক্লিনআপ’ ফিচার চালু করেছে প্রতিষ্ঠানটি, যা গুগলের ম্যাজিক ইরেজারের মতো ছবিতে থাকা কোনো উপাদান মুছে ফেলতে পারে। ফলে পিক্সেলমেটর অধিগ্রহণকে অ্যাপলের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন প্রযুক্তি বিশ্লেষকরা।