যুক্তরাষ্ট্রের ড্রোন নির্মাতা প্রতিষ্ঠানের ওপর চীনের নিষেধাজ্ঞা

তাইওয়ানের ন্যাশনাল ফায়ার এজেন্সিকে মনুষ্যবিহীন আকাশযান (ড্রোন) সরবরাহের দায়ে যুক্তরাষ্ট্রের ড্রোন নির্মাতা স্কাইডিওর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে চীন।

তাইওয়ানের ন্যাশনাল ফায়ার এজেন্সিকে মনুষ্যবিহীন আকাশযান (ড্রোন) সরবরাহের দায়ে যুক্তরাষ্ট্রের ড্রোন নির্মাতা স্কাইডিওর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে চীন। খবর এনগ্যাজেট।

স্কাইডিওর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অ্যাডাম ব্রাই বুধবার এক ব্লগ পোস্টে নিষেধাজ্ঞার বিষয়টি জানান। তিনি বলেন, ‘কয়েক সপ্তাহ আগে তাইওয়ানের কাছে ড্রোন বিক্রির জন্য স্কাইডিওর ওপর চীন নিষেধাজ্ঞা আরোপ করে। যদিও বর্তমানে আমাদের একমাত্র গ্রাহক হলো দেশটির ন্যাশনাল ফায়ার এজেন্সি।’

ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়, গত ১১ অক্টোবর চীন সরকার ব্যাটারির ওপর নিষেধাজ্ঞা আরোপ করার পর স্কাইডিও জরুরি ভিত্তিতে নতুন ব্যাটারি সরবরাহকারী খুঁজছে। স্কাইডিও যুক্তরাষ্ট্রে ড্রোন উৎপাদন এবং চীনের বাইরে থেকে অন্যান্য অনেক সরঞ্জাম সংগ্রহ করলেও ব্যাটারির জন্য সম্পূর্ণরূপে একক চীনা প্রস্তুতকারকের ওপর নির্ভরশীল।

ব্রাই জানান, স্কাইডিওর আপাতত ব্যাটারির যথেষ্ট স্টক রয়েছে। তবে সেগুলো দীর্ঘদিন চলবে না। এজন্য শিগগিরই স্টকের ব্যবস্থা করতে হবে। কারণ নতুন যে সরবরাহকারীদের সঙ্গে কাজ করা হচ্ছে তারা আগামী বছরের বসন্তের আগে সরবরাহ প্রস্তুত করতে পারবে না। ফ্ল্যাগশিপ ড্রোন এক্স১০ মডেলের ভবিষ্যৎ চালানগুলোয় আপাতত একটি ব্যাটারিই অন্তর্ভুক্ত থাকবে।

ফাইন্যান্সিয়াল টাইমস অনুসারে, স্কাইডিও ইউক্রেনের সামরিক বাহিনীকে এক্স১০ ড্রোন সরবরাহে চুক্তিবদ্ধ হয়েছিল যেগুলো নজরদারির জন্য ব্যবহার করার পরিকল্পনা ছিল। বর্তমান নিষেধাজ্ঞার আগে ইউক্রেন মডেলটির কয়েক হাজার ইউনিট অর্ডারের অনুরোধ জানিয়েছিল।

আরও