ট্রাকচালকদের ঘাটতি মোকাবেলা ও কার্বন নিঃসরণ কমানোর লক্ষ্যে টোকিও ও ওসাকার শহরের মধ্যে একটি স্বয়ংক্রিয় কার্গো পরিবহন করিডোর তৈরির পরিকল্পনা করছে জাপান। করিডোরটিকে ‘কনভেয়র বেল্ট রোড’ নামে অভিহিত করেছে দেশটির সরকার। তবে প্রকল্পটির জন্য এখনো কোনো তহবিল নির্ধারিত হয়নি। একটি ট্রায়াল সিস্টেম ২০২৭ বা ২০২৮ সালের শুরুতে পরীক্ষামূলকভাবে চালু হবে। জাপানের মাটি, অবকাঠামো, পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে, নতুন পরিবহন ব্যবস্থাটি চালকদের কাজের চাপ কমানো ও বাড়তি ডেলিভারি চাহিদা পরিচালনায়ও ভূমিকা রাখবে। খবর এপি