আইফোন ১৬-এর পর গুগলের পিক্সেল স্মার্টফোনের বিক্রি বন্ধ করে দিল ইন্দোনেশিয়া। বিদেশী স্মার্টফোন কোম্পানিগুলো যেন স্থানীয় নিয়ম অনুসরণ করে, তা নিশ্চিত করার ওপর আরো বেশি মনোযোগ দিচ্ছে দেশটির সরকার। এটি ইন্দোনেশিয়ার স্থানীয় উৎপাদনকে সমর্থন করাসহ প্রযুক্তি শিল্পে নিজস্ব ব্যবসায় সুরক্ষার পরিকল্পনার অংশ। খবর ইন্ডিয়া টুডে।
ইন্দোনেশিয়ার শিল্প মন্ত্রণালয় ঘোষণা করেছে, গুগলের স্মার্টফোনগুলো দেশের বাজারে আর বিক্রি করা যাবে না, যতক্ষণ না তারা নিয়ম অনুযায়ী ৪০ শতাংশ স্থানীয় কনটেন্ট (হার্ডওয়্যার ও সফটওয়্যার) ব্যবহার করে। দেশটির গণমাধ্যমকে দেয়া এক বক্তব্যে মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, ‘স্থানীয় কনটেন্টের প্রয়োজনীয়তা ও সম্পর্কিত নীতিগুলো স্থানীয় শিল্পকে শক্তিশালী করার জন্য তৈরি করা হয়েছে।’ সরকার চায় বিদেশী প্রযুক্তি কোম্পানিগুলো ইন্দোনেশিয়ায় উৎপাদন কেন্দ্র স্থাপন করুক, যেন আরো কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনীতির অগ্রগতি হয়।’
এদিকে গত সপ্তাহে ইন্দোনেশিয়ায় অ্যাপলের আইফোন ১৬ বিক্রি ও ব্যবহার নিষিদ্ধ করে দেশটির সরকার। এখন থেকে দেশটিতে আইফোন ১৬ ব্যবহার ও বিক্রি আইনবিরোধী বলে জানান ইন্দোনেশিয়ার শিল্পমন্ত্রী আগুস গুমিওয়াং কর্তাসাসমিতা। সেই সঙ্গে অন্য দেশ থেকে আইফোন ১৬ কিনে এনে ব্যবহারের বিষয়েও সতর্ক করা হয়।