এখন থেকে ইনস্টাগ্রামে ভিডিও কোয়ালিটি বা মান নির্ভর করবে এটি কতটা জনপ্রিয় তার ওপর। অর্থাৎ কোনো ভিডিও যত বেশি মানুষ দেখবে, তত উচ্চ মানে (হাই রেজল্যুশন) সে ভিডিওটি দেখানো হবে। যদি কোনো ভিডিও খুব বেশি দেখা না হয়, তাহলে তার মান কমিয়ে দেয়া হবে। এ সিদ্ধান্ত নিয়ে ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। খবর টেকক্রাঞ্চ।
মেটা-মালিকানাধীন ইনস্টাগ্রাম ও থ্রেডসের প্রধান অ্যাডাম মোসেরি এ সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়ে বলছেন, তারা সবসময় চেষ্টা করে সর্বোচ্চ মানের ভিডিও দেখানোর। তবে যদি কোনো ভিডিও দীর্ঘদিন ধরে দেখা না হয়, তাহলে সে ভিডিওটি নিম্ন মানে দেখানো হবে।
এদিকে অনেক ব্যবহারকারী এ সিদ্ধান্ত নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেছে। তাদের মতে, এ পদক্ষেপ বড় নির্মাতাদের সুবিধা তৈরি করতে পারে ও ছোট নির্মাতাদের প্লাটফর্মে প্রবেশের সুযোগ কমিয়ে দিতে পারে। কারণ জনপ্রিয় নির্মাতাদের ভিডিওগুলো অনেক বেশি দেখা হয়। ফলে তাদের ভিডিওগুলোই সবসময় উচ্চ মানে ইনস্টাগ্রামে প্রকাশিত হবে।
মোসেরি স্বীকার করেছেন, এ সিদ্ধান্তের ফলে ছোট নির্মাতাদের কিছুটা সমস্যা হতে পারে। তবে তিনি বলেছেন, এ পরিবর্তন খুব বড় নয়। বরং ভিডিওর বিষয়বস্তুই ব্যবহারকারীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ।