ভারতে আরো ৪টি স্টোর খুলছে অ্যাপল

গ্রাহকসেবার পরিসর বাড়ানোর লক্ষ্যে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্মার্টফোনের বাজার ভারতে আরো চারটি নতুন স্টোর খুলতে যাচ্ছে টেক জায়ান্ট অ্যাপল। খবর টেকক্রাঞ্চ।

বেঙ্গালুরু, পুনে, দিল্লি ও মুম্বাইয়ে স্টোর খোলার পরিকল্পনা রয়েছে মার্কিন টেক জায়ান্টটির। এদিকে মুম্বাই ও নয়াদিল্লিতে গত বছর দুটি অ্যাপল স্টোর উদ্বোধন করা হয়।

অ্যাপলের রিটেইল বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ডেইরড্রে ও’ব্রায়েন এক বিবৃতিতে বলেন, ‘ভারতে আরো স্টোর খোলার পরিকল্পনার অংশ হিসেবে এখানে আমাদের টিম তৈরি করতে পেরে আমরা আনন্দিত। কারণ এ দেশের গ্রাহকদের সৃজনশীল চিন্তা ও আবেগ আমাদের অনুপ্রাণিত করে। আমাদের দুর্দান্ত পণ্য ও পরিষেবা উপভোগের জন্য গ্রাহকদের অপেক্ষায় রাখতে চাই না। পাশাপাশি আমাদের অসাধারণ ও দক্ষ টিমের সঙ্গেও তাদের যোগাযোগ করিয়ে দিতে চাই।’ তবে নতুন স্টোরগুলো কবে উদ্বোধন করা হবে সে সম্পর্কে তিনি কিছু জানাননি।

অ্যাপল ভারতে প্রথমবারের মতো আইপ্যাড উৎপাদনের কথাও ভাবছে। পাশাপাশি গুঞ্জন শোনা যাচ্ছে, চলতি বছরের শেষের দিক থেকে এয়ারপডসও উৎপাদন করা হবে ভারতে।

অ্যাপল জানিয়েছে, তারা ভারতে প্রো মডেলসহ আইফোন ১৬ সিরিজ উৎপাদন শুরু করেছে। পর্যায়ক্রমে চলতি বছরের শেষের দিকে আইফোন ১৬ প্রো ও ১৬ প্রো ম্যাক্স উৎপাদনের পরিকল্পনা করছে অ্যাপল। ২০১৭ সালে স্পেশাল এডিশন বা এসই মডেলের মধ্য দিয়ে ভারতে আইফোন উৎপাদন শুরু করে আইফোন। ম্যাকরিউমরের প্রতিবেদনে বলা হয়েছে, চীন থেকে সরবরাহ চেইনে বৈচিত্র্য আনার পাশাপাশি উৎপাদন সক্ষমতা বাড়াতে ভারতে নতুন এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বর্তমানে মোট উৎপাদনের ১৪ শতাংশ হচ্ছে ভারতে। আগামী কয়েক বছর উৎপাদন ২৫ শতাংশে নিতে চাইছে অ্যাপল। এক্ষেত্রে প্রণোদনা দেয়ার প্রস্তাবসহ এ ধরনের বড় বিনিয়োগকে সক্রিয়ভাবে উৎসাহিত করছে ভারত সরকার।

গত বছরের শুরুর দিকের এক প্রতিবেদনের তথ্যানুযায়ী, অ্যাপল ভারতে আইফোন উৎপাদনক্ষমতা আরো ২৫ শতাংশ বাড়ানোর পরিকল্পনা নিয়েছে। ২০২৩ সালে বিশ্বব্যাপী আইফোনের ১২-১৪ শতাংশ সরবরাহ ভারতে তৈরি হয়েছে।

আরও