ওপেনএআইয়ের জনপ্রিয় চ্যাটবট চ্যাটজিপিটিতে নতুন সার্চ ফিচার যুক্ত করা হয়েছে। ফিচারটি ব্যবহারকারীর প্রশ্নের ভিত্তিতে ওয়েব অনুসন্ধান করবে এবং তথ্যসূত্রের লিংকসহ দ্রুত, প্রাসঙ্গিক উত্তর সরবরাহ করবে বলে জানিয়েছে কোম্পানিটি। এ বিষয়ে ওপেনএআইয়ের ব্লগ পোস্টে বলা হয়েছে, ‘অন্য সার্চ পরিষেবা ও আমাদের অংশীদারদের দেয়া কনটেন্ট ব্যবহার করে তথ্য সরবরাহ করবে চ্যাটজিপিটি সার্চ।’ ফিচারটি জিপিটি-ফোরএর একটি উন্নত সংস্করণ, যা বৃহস্পতিবার থেকে সব চ্যাটজিপিটি প্লাস ও টিম ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত হয়েছে। খবর রয়টার্স