চ্যাটজিপিটিতে যুক্ত হলো নতুন সার্চ ফিচার

ওপেনএআইয়ের জনপ্রিয় চ্যাটবট চ্যাটজিপিটিতে নতুন সার্চ ফিচার যুক্ত করা হয়েছে।

ওপেনএআইয়ের জনপ্রিয় চ্যাটবট চ্যাটজিপিটিতে নতুন সার্চ ফিচার যুক্ত করা হয়েছে। ফিচারটি ব্যবহারকারীর প্রশ্নের ভিত্তিতে ওয়েব অনুসন্ধান করবে এবং তথ্যসূত্রের লিংকসহ দ্রুত, প্রাসঙ্গিক উত্তর সরবরাহ করবে বলে জানিয়েছে কোম্পানিটি। এ বিষয়ে ওপেনএআইয়ের ব্লগ পোস্টে বলা হয়েছে, ‘অন্য সার্চ পরিষেবা ও আমাদের অংশীদারদের দেয়া কনটেন্ট ব্যবহার করে তথ্য সরবরাহ করবে চ্যাটজিপিটি সার্চ।’ ফিচারটি জিপিটি-ফোরএর একটি উন্নত সংস্করণ, যা বৃহস্পতিবার থেকে সব চ্যাটজিপিটি প্লাস ও টিম ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত হয়েছে। খবর রয়টার্স

আরও