১৪ বছর পর পিসিতে এল ‘রেড ডেড রিডেম্পশন’

রেড ডেড রিডেম্পশন অবশেষে পিসির জন্য প্রকাশ করেছে ভিডিও গেম নির্মাতা রকস্টার গেমস।

রেড ডেড রিডেম্পশন অবশেষে পিসির জন্য প্রকাশ করেছে ভিডিও গেম নির্মাতা রকস্টার গেমস। ২০১০ সালে অ্যাকশন-অ্যাডভেঞ্চার গেমটি সনির প্লেস্টেশন ও মাইক্রোসফটের এক্সবক্সে উন্মোচিত হয়। পিসি খেলোয়াড়রা এখন তাদের উইন্ডোজ কম্পিউটারে প্রিকোয়েলটি উপভোগ করতে পারবেন। রকস্টার গেমস বলছে, পিসি সংস্করণে মূল গেমের মতোই ভিজুয়াল রয়েছে। সেই সঙ্গে এতে ‘আনডেড নাইটমেয়ার ডিএলসি’ অন্তর্ভুক্ত আছে, যা ইতিহাসের অন্যতম সেরা কাহিনী সম্প্রসারণ (গেমের অতিরিক্ত কনটেন্ট, যা নতুন কাহিনী ও মিশন যুক্ত করে) হিসেবে বিবেচিত। খবর দি ইন্ডিয়ান এক্সপ্রেস

আরও