দেশজ মোটিফে সেজে উঠুক ঘর

গৃহ সজ্জায় গত এক দশকে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে দেশচ মোটিফের সরঞ্জাম। খুব সাধারণ কিছু দেশীয় জিনিস দিয়ে ঘরে নিয়ে আসা সম্ভব বৈচিত্র্য। কেবল জিনিসগুলো কাজে লাগানো চাই সঠিকভাবে।

আমাদের দেশীয় সংস্কৃতির প্রতিনিধিত্ব করে বাঁশ এবং বেতের তৈরি উপাদান। দেশজ মোটিফে ঘর সাজানোর বেলায় তাই বাঁশ আর বেতের তৈরি বিভিন্ন জিনিস বেছে নিতে পারেন। দেয়ালে ঝোলানো বাঁশের ফ্রেমে আয়না হতে পারে আপনার ঘরের সাজের দারুণ একটা অনুষঙ্গ।

ঘরের কোণে আলো-ছায়ার জাল বুনতে নিয়ে আসতে পারেন বাঁশের তৈরি ল্যাম্পশেড। কয়েকটি ল্যাম্পশেডে পুরো ঘরজুড়েই একটা থিম তৈরি করা যায়, যা ঘরের সাজে আনবে ভিন্ন মাত্রা।

বেতের আসবাব ঘরের সাজে দেশজ ভাব ফুটিয়ে তুলবে সহজেই। কর্নার র‍্যাক, মোড়া, টেবিল কিংবা ছোট একটা সোফাসেট— এসব আসবাবের ক্ষেত্রে উপাদান হিসেবে বেছে নিতে পারেন বেত। ঘরের বারান্দায় টাঙাতে পারেন বেতের দোলনা।

দেশজ মোটিফে ঘর সাজাতে ব্যবহার করতে পারেন মাটির তৈরি জিনিসও। দামী সব অনুষঙ্গের চেয়ে কোনো অংশে কম নান্দনিক নয় এসব জিনিস। ঘরের কর্নার সেল্ফ সাজাতে পারেন গ্রাম বাংলার ঐতিহ্য টেপা পুতুল দিয়ে। আর ঘরের দেয়ালে রঙিন নকশা আঁকা মাটির সরা আপনার ঘরকে আরো সুন্দর করে তুলবে। সেই সঙ্গে বাজেট বেশি থাকলে যেকোনো ইন্টেরিয়র সংস্থাকে দিয়ে বসার ঘরের দেয়ালে করিয়ে নিতে পারেন টেরাকোটার কাজ।

এছাড়া বড় বড় মাটির ফুলদানীতে ঘরের সাজে আভিজাত্য ফুটিয়ে তোলা যায়। এসব ফুলদানী যেমন একসঙ্গে বেশি ফুল রাখার সুবিধা দেয়, তেমনি ঘর সাজাতেও এদের জুড়ি নেই।

ঘরের দেয়ালের শোভা বাড়াতে ব্যবহার করতে পারেন তালপাতার পাখা, বাঁশি বা মুখোশ। এই সব কয়টা জিনিসেই দেশজ আমেজ ফুটে উঠবে ষোলোআনা।

আরও