নান্দনিক ও আকর্ষণীয় ঘরের জন্য প্রয়োজন সঠিক পর্দা বাছাই

প্রাচীনকালে অন্দরমহলের গোপনীয়তা রক্ষার উদ্দেশ্যে ব্যবহৃত হতো ঘরের পর্দা। তবে বর্তমানে একটি বাসার অভ্যন্তরীণ লুকটাই যেন বদলে দেয় পর্দার ব্যবহার। ঘরের সৌন্দর্য বৃদ্ধির অন্যতম উপকরণ এই পর্দার চাহিদা দিনদিন বেড়েই চলছে। তাই মানুষের চাহিদার কথা ভেবে এখন বাজারে পাওয়া যাচ্ছে বিভিন্ন থিম ও কালারের ওপর ভিত্তি করে একদম সিম্পল থেকে শুরু করে কারুকাজ করা বাহারি সব পর্দা।

সঠিক পর্দা বাছাই করবেন যেভাবে

বসবাসের ঘর হোক কিংবা কর্মক্ষেত্র,সেটিকে নান্দনিক করে তুলতে অন্যতম গুরুত্বপূর্ণ জিনিসটি হলো পর্দা। নিজের জায়গাটিকে নান্দনিক করে তুলতে তাই প্রয়োজন সঠিক পর্দা বাছাই করা।

ফ্রেবিক নির্বাচন

বর্তমানে সুতি থেকে শুরু করে লিলেন, ভয়েল, সিল্ক, ভেলভেট, নেট, টিস্যু, খাদিসহ বিভিন্ন ফ্রেবিকের পর্দা বাজারে পাওয়া যায়। কিন্তু ঘরের জন্য পর্দা সিলেক্টের সময় এর ফ্রেবিক দেখা নেয়া জরুরি। বাসার প্রতিটি রুমের রং, সাইজ বুঝে পর্দার কাপড় নির্বাচন করতে হয়। তা নাহলে শুধুমাত্র পর্দার জন্য রুমের লুকটাই বেমানান হয়ে উঠেতে পারে।

যদি ঘরের ভেতরে সূর্যের আলো বেশি চান, তাহলে সুতি, লিলেন বা ভয়েল কাপড়ের পর্দা দিতে পারেন। ড্রয়িং রুমের ক্ষেত্রে যদি হালকা রঙের কটনের পর্দা ব্যবহার করেন তাহলে রুমে আলো-বাতাসও পর্যাপ্ত পরিমাণে প্রবেশ করতে পারে এবং রুমও আকারে বড় মনে হবে। যারা একটু গর্জিয়াস ও ডার্ক ভাইব পছন্দ করেন, তারা ভারি পর্দা যেমন ভেলভেট বা হেভি ফ্রেবিকের পর্দা দিতে পারেন। ফ্লোরটাচ জানালার জন্য কুচিওয়ালা পর্দা বেশ মানানসই।

রুমের সাইজ রঙ অনুযায়ী পর্দা নির্বাচন

পর্দা কেনার আগে রুমের দেয়াল রঙ মাথায় রাখা জরুরি। দেয়ালে ডার্ক কালার হলে হালকা রঙয়ের পর্দা এবং দেয়ালে হালকা রঙ থাকলে সেই রুমে ওয়ার্ম বা ডিপ কালার বা টু টোনড শেইডের পর্দা বেশি মানায়। রুমের যদি সাইজ ছোট হয়, তাহলে হালকা রঙের পর্দা দিতে পারেন, এতে রুম বড় দেখায়।

বেডরুমের জন্য পর্দা বাছাই

বড়দের বেডরুমের জন্য স্নিগ্ধ রংয়ের পর্দা নির্বাচন করুন। বেবি ব্লু বা হালকা নীল, প্যাস্টেল গ্রিন, অফ হোয়াইট, লাইট পিচ – এসব রঙের পর্দা বেড়রুমে বেশ ক্ল্যাসিক ভাইব এনে দেয়। রুমে ইন্টেরিয়র ডিজাইন করা থাকলে সিম্পল ও সলিড কালারের পর্দা ব্যবহার করা উচিত। যদি পর্দার রঙে ফোকাস করতে চান, তাহলে দেয়াল ও ফার্নিচারের রঙের বিপরীত রঙ নির্বাচন করুন। যেমন, আপনার বেড, ড্রেসিং টেবিল, আলমারি যদি বাদামি রঙের হয়; তাহলে আপনি রুমের পর্দা বেইজ, ক্রিম, বা লাইট গোল্ডেন কালারের নিতে পারেন।

বাচ্চাদের বেডরুমের জন্য লাইট পিংক, ল্যাভেন্ডার, ইয়োলো বা যেকোনো উজ্জ্বল রঙ বেছে নেয়া যেতে পারে। এটি শিশুমনকে উৎফুল্ল রাখতে সহায়তা করবে।

ডাইনিং রুমের জন্য সঠিক পর্দা বাছাই

ড্রয়িং, ডাইনিং রুম সেপারেট না থাকলে মাঝে পার্টিশন হিসেবে স্বচ্ছ নেটের পর্দা দেয়া যেতে পারে। এতে প্রাইভেসি বজায় থাকে, সঙ্গে আলো-বাতাসের চলাচল স্বাভাবিক থাকে। কুশন, সোফা, ডিভান এসবের কালারের সঙ্গে মিলিয়ে ডাইনিং এর পর্দা বেছে নিতে পারেন। তবে এক্ষেত্রে ডিজাইনের মধ্যে যেন সামঞ্জস্যতা থাকে, সেদিকে খেয়াল রাখুন।

কাস্টমাইজড বাহারি পর্দা

বর্তমানে হোম ডেকোরে মানুষ এতো আগ্রহী যে নিজের পছন্দ অনুযায়ী কাস্টমাইজ করে পর্দা বানিয়ে থাকেন। এই যেমন দুই পাশে প্রিন্টেড পর্দা, মাঝে এক কালার। আবার অম্ব্রে বা শেইডের পর্দা বেশ জনপ্রিয়। তাছাড়া বোহো স্টাইলের পর্দারও চল রয়েছে। নরমাল এক কালারের পর্দা দিয়ে তাতে বোহো সাজের কুশিকাটার কাজও অ্যাড করা যায়। পছন্দের কাপড় কিনেও অনেকে পর্দা বানিয়ে নিচ্ছেন।

ভিন্ন সময়ে ভিন্ন পর্দা

সারাবছর এক ধরনের পর্দা ব্যবহার না করে দুই সেট পর্দা রাখতে পারেন। এই যেমন শীতকালের জন্য মোটা ও গাঢ় রঙের কাপড় আর গ্রীষ্মকালের জন্য হালকা শেইডের পর্দা। আবার ঈদ বা কোনো ঘরোয়া আয়োজনের জন্য আলাদা করে ডিজাইনার পর্দা কিনতে পারেন। এতে ঘরের লুকে চেঞ্জ আসবে, উৎসবের ভাইবটাও আসবে।

আরও