নবদম্পতির সুখের নীড় – কেমন হবে আসবাব?

নবদম্পতির অসংখ্য সুখের স্বপ্নের একটি হলো, সুখী নীড়ের স্বপ্ন। নতুন জীবন , নতুন সম্পর্ক, নতুন আতিথেয়তা সবকিছু্ই ডালপালা মেলে এই নীড়কে কেন্দ্র করেই। তাই নবদম্পতির নতুন বাসা সাজানো গুছানোর জন্য মাথায় রাখা উচিত কিছু বিশেষ দিক।

কোন ঘরে কেমন আসবাব

নতুন সংসারে আসবাব কেনার আগে যে বিষয়টিকে প্রাধান্য দিতে হবে, তা হলো বাসার আয়তন। বাসা যদি ছোট হয়, তাহলে হালকা স্লিম ফিট আসবাবই বেছে নেওয়া ভালো। বেশি কারুকার্যওয়ালা আসবাব রাখলে ঘর আরও ছোট দেখাবে। ছোট ঘরের জন্য অতিরিক্ত আসবাবের ব্যবহার এড়িয়ে যাওয়াই ভালো।

বসার ঘর

বলা হয়, বসার ঘর দেখে মানুষের রুচি বোঝা যায়। তাই বসার ঘর সাজানোর ক্ষেত্রে বাড়তি সচেতনতা প্রয়োজন। বসার ঘরের জন্য সোফা আবশ্যকীয়। সোফা কেনার আগে ঘরের আয়তন দেখে আকার নির্ধারণ করুন। কমলা, হলুদ, গাঢ় সবুজের মতো উজ্জ্বল রঙ বসার ঘরকে প্রাণবন্ত করে তোলে।চাইলে ডিভানও রাখতে পারেন বসার ঘরে। ডিভানে রাখা ফোমে রঙিন কাপড়ের ব্যবহার করতে পারেন। খুব বেশি আসবাবের আয়োজন এই ঘরে না রাখাই ভালো।

শোবার ঘর

শোবার ঘরের আসবাব এমনভাবে সাজান যাতে পুরো ঘরময় একটা প্রশান্তির ছোঁয়া থাকে। কারণ শোবার ঘর মূলত বিশ্রাম নেয়ার জায়গা। তাই যথাসম্ভব এটিকে আরামদায়কভাবেই প্রস্তুত করা উচিত। নতুন দম্পতির শোবার ঘরে সাধারণত খাট, আলমারি, ড্রেসিং টেবিল থাকে। একটু নিচু নকশার খাট চলতি ধারায় বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। আসবাবের পাশাপাশি ঘরে চাইলে গাছ ও ল্যাম্পশ্যাডের ব্যবস্থা করতে পারেন। শোবার ঘরে একটু শৌখিনতার আমেজ দিতে কোজি চেয়ার ব্যবহার করতে পারেন।

ডাইনিং

ডাইনিংরুমের জন্য শুরুতে শুধু একটি ডাইনিং সেট ও মিনি ক্যাবিনেটই যথেষ্ট। তবে বাজেট বেশি থাকলে ডিনার ওয়াগনও রাখতে পারেন।

রান্নাঘর

অনেকেই ঘর সাজাতে গিয়ে রান্নাঘরের কথা একেবারেই ভুলে যায়। কিন্তু বাসাবাড়ি আরামদায়ক করে তুলতে রান্নাঘরে সঠিক আসবাব নির্বাচন বেশ গুরত্বপূর্ণ। রান্নাঘরে একটি ডিশর‌্যাক রাখতে পারেন। এতে প্লেট-বাসনগুলো গুছিয়ে রাখতে সুবিধা হবে। মশলাগুলো গুছিয়ে রাখতে বক্স কিনে রাখুন। এখন অনেক বাসাতেই রান্নাঘরে ক্যাবিনেট করা থাকে। না থাকলে ক্যাবিনেট করে নিলে রান্নাঘর গুছিয়ে রাখা আরো সহজ হবে।

বারান্দা

রুমের সঙ্গে যদি বারান্দা থাকে, তবে তার সামনের আয়োজনে একটু শৌখিনতা করতেই পারেন। বারান্দার স্লাইডিং ডোরে আলাদা পর্দার ব্যবহার করুন। পর্দার রং হতে পারে সাদা অথবা ধূসর সাদা। ঘরের মেঝেতে বারান্দার সামনের অংশ ম্যাট বিছিয়ে নিতে পারেন। ম্যাটের ওপরে রাখতে পারেন ইজিচেয়ার।এছাড়া মূল বারান্দায় করতে পারেন ছোট টি-কর্ণার। দুটো মোড়া ও একটি ছোট সেন্টার টেবিলেই ফুটে উঠবে আপনার টি কর্নারটি। আবার শীতল পাটি বা শতরঞ্জ বিছিয়ে তাতে আরামদায়ক কয়েকটি কুশনও রেখে দিতে পারেন। াইলে সেখানে বসেই চা খেতে খেত দিতে পারেন আড্ডা।

আরও