ঘর সাজাতে নিজেই বানিয়ে ফেলুন পাটের দড়ির আয়না

বাংলাদেশের পাটের খ্যাতি বিশ্বজোড়া। পাটের তৈরি যেকোনো পণ্যের ব্যবহারই দেশীয় আবহ তৈরিতে প্রভাব বিস্তার করে।

পাটের তৈরি গৃহসজ্জার পণ্যগুলো ঘরে দেশীয় একটা লুক নিয়ে আসে। বিশেষ করে ড্রয়িং রুম বা বেড়রুম, এমনকি বারান্দায়ও পাটের দড়ির তৈরি আয়না ঘরকে নান্দনিক করে তোলে। একটু সময় নিয়ে চাইলে সহজেই বানিয়ে ফেলতে পারবেন পাটের দড়ির আয়না।

বানাতে যা যা লাগবে

১. পছন্দমতো সাইজ ও শেইপের আয়না

২. কার্ডবোর্ড

৩. পাটের দড়ি

৪. হট গ্লু গান

৫. পুঁথি/লেইস/আর্টিফিশিয়াল ফুল/ঝিনুক, কড়ি

যেভাবে বানাবেন

১। প্রথমে আয়নাটি কার্ডবোর্ড এর ওপর বসিয়ে সাইজ ট্রেস করে নিন।

২। আয়নার সাইজের থেকে ৩/৪ ইঞ্চি বড় করে একই শেইপ এঁকে কেটে নিন।

৩। আয়নাটি ভালোভাবে কার্ডবোর্ডে লাগান।

৪। এবার পাটের দড়ি নিন, আয়নার পাশ থেকে আঠা দিয়ে দড়িটি আয়নার শেইপে এক রাউন্ড ঘুরিয়ে আনুন। এরপর পুরো অংশটিকে দড়ি দিয়ে কভার করে ফেলুন।

৫। বেসিক এই আয়নার উপর এবার পুঁথি, লেইস, শামুক, ঝিনুক, কড়ি ইত্যাদি দিয়ে মনমতো সাজিয়ে ফেলুন।

৬। আয়নার উল্টোদিকে দড়ি বা সুতার সাহায্যে লুপ তৈরি করুন যেন ঝোলানো যায়।

আরও