স্পেনে আকস্মিক বন্যায় কয়েকজন নিখোঁজ, ভেসে গেছে গাড়ি

স্পেনে ভয়াবহ আকস্মিক বন্যায় বেশ কয়েকজন নিখোঁজ হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার (২৯ অক্টোবর) স্পেনের পূর্ব ও দক্ষিণাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় আকস্মিক বন্যায় ভেসে গেছে কয়েকটি গাড়ি। এছাড়া ব্যাহত হয়েছে রেল পরিষেবা। খবর এপি।

মাটিযুক্ত পানির তীব্র স্রোত ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে দক্ষিণে মালাগা প্রদেশ থেকে পূর্বে ভ্যালেন্সিয়া পর্যন্ত বিস্তৃত স্পেনের বিশাল এলাকায়। স্পেনের জাতীয় সম্প্রচার মাধ্যম আরটিভিইতে প্রচারিত মোবাইল ফোনে ধারণকৃত এক ভিডিওতে দেখা যায়, ভয়াবহ গতিতে পানি গাড়ি ভাসিয়ে নিয়ে যাচ্ছে এবং বাড়ির নিচতলায় পানি উঠে গেছে কয়েক ফুট পর্যন্ত।

বন্যার ফলে প্রায় ৩০০ জন যাত্রীসহ একটি দ্রুতগামী ট্রেন মালাগার কাছে লাইনচ্যুত হয়েছে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, এতে কেউ আহত হয়নি। ভ্যালেন্সিয়া ও মাদ্রিদের মধ্যকার দ্রুতগামী ট্রেন পরিষেবা এবং বেশ কয়েকটি লোকাল ট্রেন পরিষেবাও ব্যাহত হয়েছে।

কাস্তিয়া লা মানচা অঞ্চলের জাতীয় সরকারি কার্যালয় রেডিও চ্যানেল ক্যাডেনা সারকে জানিয়েছে যে, অঞ্চলটির ছয়জন নিখোঁজ রয়েছেন। স্পেনের সংবাদ সংস্থা ইএফই জানিয়েছে, ভ্যালেন্সিয়ার এল আলকুদিয়া শহরে এক ট্রাক চালক নিখোঁজ রয়েছেন। এছাড়াও ভ্যালেন্সিয়ায় উতিয়েল শহরের মেয়র রিকার্দো গাবালদন সংবাদ সংস্থা আরটিভিইকে বলেছেন, সেখানে কয়েক ব্যক্তি তাদের বাড়িতে আটকে পড়েছেন।

পুলিশ ও উদ্ধারকর্মীরা হেলিকপ্টারের সাহায্যে ডুবে যাওয়ার ঝুঁকিতে থাকা ঘরবাড়ি ও গাড়ি থেকে লোকজনকে উদ্ধার করেছে। স্পেনের সামরিক বাহিনীর একটি জরুরি উদ্ধার ব্রিগেড উদ্ধার কার্যক্রমে সহায়তা করতে মোতায়েন করা হয়েছে।

স্পেনের জাতীয় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার পর্যন্ত ঝড় অব্যাহত থাকবে বলে পূর্বাভাস রয়েছে।

গত কয়েক বছর ধরেই স্পেনের শরতে এ ধরনের ঝড় ও আকস্মিক বন্যা হচ্ছে। চলতি বছর দেশটিতে হয়েছিল ভয়াবহ খরা। এরপর বৃষ্টিতে অবস্থার উন্নতি হয়। আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, চরম আবহাওয়ার ঘটনাগুলোর সংখ্যা দিনদিন বাড়ছে। জলবায়ু পরিবর্তনের সঙ্গে এর যুক্ততা রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

আরও