দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ শহরে ইসরায়েলি হামলায় শহরের মেয়রসহ পাঁচ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। দেশটির জনস্বাস্থ্য মন্ত্রণালয় এই হামলার বিষয়টি নিশ্চিত করে বলেছে যে, প্রাথমিক মৃত্যুর সংখ্যা বর্তমানে পাঁচজন। স্থানীয় সূত্রের বরাতে খবরটি দিয়েছে বিবিসি।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) নিশ্চিত করেছে যে, তারা আজ বুধবার (১৬ অক্টোবর) সকালে দক্ষিণ লেবাননের নাবাতিয়েহে হামলা চালিয়েছে।
টেলিগ্রামে দেয়া এক পোস্টে আইডিএফ বলেছে যে, তারা নাবাতিয়েহ এলাকায় হিজবুল্লাহর ডজনখানেক সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে এবং দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর রাদওয়ান ফোর্সের ব্যবহৃত ভূগর্ভস্থ অবকাঠামো ধ্বংস করেছে।
আইডিএফ আরো বলেছে যে, তাদের লক্ষ্যবস্তুগুলোর মধ্যে রয়েছে— সন্ত্রাসী অবকাঠামো সাইট, হিজবুল্লাহর কমান্ড সেন্টার এবং বেসামরিক অবকাঠামোর নিকট স্থাপন করা হিজবুল্লাহর অস্ত্রের গুদাম। হিজবুল্লাহ সাধারণ মানুষকে মানবঢাল হিসেবে ব্যবহার করে তাদের শোষণ করছিল।
একজন প্রত্যক্ষদর্শী পরিস্থিতিকে ‘আতঙ্কজনক ও ভয়াবহ’ বলে বর্ণনা করেছেন, যেখানে শহরটিকে লক্ষ্যবস্তু করে ৩০ মিনিটের মধ্যে চালানো হয় অন্তত নয়টি সহিংস বিমান হামলা।
শহরের একজন বাসিন্দা বলেন, একটি বিমান হামলা নাবাতিয়েহের পৌরসভা ভবনকে আঘাত করেছিল। সেখানে মেয়র আহমাদ কাহিল শহরের মানবিক পরিস্থিতি মোকাবেলার জন্য সঙ্কট মোকাবেলা বিষয়ক সভা করছিলেন।