গাজায় ইসরায়েলের নিরবচ্ছিন্ন বোমা বর্ষণ, নিহত আরো ৮৪

হামাস শাসিত স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনী সাতটি পরিবারের ওপর হত্যাযজ্ঞ চালিয়েছে। এতে ৮৪ জন নিহত এবং ১৫৮ জন আহত হয়েছে।

গাজা উপত্যকায় ইসরায়েলি বোমা হামলায় আরো ৮৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এতে গত বছরের পর থেকে মোট মৃতের সংখ্যা ৪২ হাজার ৬০৩ জনে পৌঁছেছে বলে গতকাল রোববার (২০ অক্টোবর) উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। খবর আনাদোলু।

হামাস শাসিত স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনী সাতটি পরিবারের ওপর হত্যাযজ্ঞ চালিয়েছে। এতে ৮৪ জন নিহত এবং ১৫৮ জন আহত হয়েছে।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, চলমান হামলায় প্রায় ৯৯ হাজার ৭৯৫ জন আহত হয়েছে। গত ২৪ ঘণ্টার হামলায় অনেকে এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকে আছে। উদ্ধারকর্মীরা তাদের কাছে পৌঁছাতে পারছে না।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অবিলম্বে অস্ত্রবিরতির আহ্বান জানিয়ে গৃহীত প্রস্তাব উপেক্ষা করে ইসরায়েল ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে গাজা উপত্যকায় তার নির্মম আক্রমণ অব্যাহত রেখেছে।

ইসরায়েলি অবরোধের ফলে খাদ্য, বিশুদ্ধ পানি ও ওষুধের তীব্র সংকটের মধ্যে উপত্যকার প্রায় পুরো জনসংখ্যাই স্থানচ্যুত হয়েছে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর যুদ্ধ বন্ধের ব্যাপারে অস্বীকৃতি জানালে ব্যর্থ হয় যুক্তরাষ্ট্র, মিশর এবং কাতারের নেতৃত্বে গাজায় অস্ত্রবিরতি ও ইসরায়েল-হামাসের মধ্যে বন্দি বিনিময়ের চুক্তির প্রচেষ্টা।

ইসরায়েল গাজায় তার কার্যকলাপের জন্য আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলাও মোকাবেলা করছে।

আরও