ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। টানা প্রায় ১৩ মাস ধরে চালানো এই হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন ৪৩ হাজারেরও বেশি ফিলিস্তিনি। বর্বর এই আগ্রাসনের জেরে ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বজুড়ে বাড়ছে ক্ষোভ। এমন অবস্থায় আরো কিছু আরব দেশের শান্তি চুক্তির আগ্রহ জানিয়েছেন ইসরায়েল। গাজায় চলমান যুদ্ধ শেষ হলে এ চুক্তিতে পৌঁছানোর আশা করছেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু । খবর রয়টার্স।
পার্লামেন্টে দেয়া এক বক্তৃতায় নেতানিয়াহু বলেন, ‘যেদিন হামাস আর গাজা নিয়ন্ত্রণ করবে না এবং হিজবুল্লাহ আর আমাদের উত্তর সীমান্তে থাকবে না, আমরা তেমন দিনের জন্য এ দুটি ফ্রন্টকে স্থিতিশীল করার পরিকল্পনা নিয়ে কাজ করছি। কিন্তু যুদ্ধ শেষ হওয়ার পরের দিনগুলোতে আরো গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত থাকবে।’
তিনি বলেন, আমি ঐতিহাসিক আব্রাহাম চুক্তি স্বাক্ষরের কয়েক বছর আগে যে প্রক্রিয়াটির নেতৃত্ব দিয়েছিলাম তা চালিয়ে যেতে এবং আরও কিছু আরব দেশের সাথে (চুক্তির মাধ্যমে) শান্তি অর্জন করার আকাঙ্ক্ষা করছি।’
রয়টার্স বলছে, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ২০২০ সালে হওয়া চুক্তির অধীনে ইসরায়েল চারটি আরব দেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছিল। দেশগুলো হচ্ছে— সংযুক্ত আরব আমিরাত (ইউএই), বাহরাইন, মরক্কো এবং সুদান।