হামাস প্রধান ইয়াহইয়া সিনওয়ার নিহত হওয়ার পর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি বলেছে যে, গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হলে ইসরায়েলি বন্দিদের মুক্তি দেবে না তারা। খবর দ্য গার্ডিয়ান।
হামাসের গাজা অঞ্চলের উপ-নেতা এবং প্রধান আলোচক খলিল হাইয়া বলেছেন, গাজার ওপর আগ্রাসনের শেষ এবং গাজা থেকে সৈন্য প্রত্যাহারের আগে বন্দিরা ফিরবে না।
গাজায় এখনো হামাসের হাতে প্রায় ১০০ জন বন্দি রয়ে গেছে। তাদের মধ্যে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে বলে ইসরায়েল দাবি করেছে। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস এবং অন্যান্য সশস্ত্র যোদ্ধারা ইসরায়েলে সন্ত্রাসী হামলা চালিয়ে তাদের বন্দি করে।
গত বুধবার (১৬ অক্টোবর) গাজার রাফায় ইসরায়েলি বাহিনীর হামলায় প্রাণ হারান হামাস প্রধান ইয়াহইয়া সিনওয়ার। হামাস প্রধান পদে ইসমাইল হানিয়ার স্থলাভিষিক্ত সিনওয়ার হত্যাকাণ্ডের পর গাজায় যুদ্ধবিরতি কার্যক্রম ত্বরান্বিত হতে পারে বলে আশা প্রকাশ করেছিল পশ্চিমা বেশ কিছু সংবাদমাধ্যম।