ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে যে, ইরানি সামরিক লক্ষ্যবস্তুতে তাদের হামলা শেষ হয়েছে। খবর বিবিসি।
আজ শনিবার (২৬ অক্টোবর) সকালে এক বিবৃতিতে আইডিএফের জ্যেষ্ঠ মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি সামাজিক প্ল্যাটফর্ম এক্সে দেয়া এক ভিডিওবার্তায় বলেছে, 'অল্প কিছুক্ষণ আগে আইডিএফ ইরানের বিভিন্ন এলাকায় সামরিক লক্ষ্যবস্তুর ওপর সুনির্দিষ্ট ও লক্ষ্যভিত্তিক হামলা সম্পন্ন করেছে। আমাদের বিমানগুলো নিরাপদে ঘরে ফিরে এসেছে।'
ইরানের রাজধানী তেহরানে ভয়াবহ বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ইরানের হামলার কথা জানিয়েছে। ইসরায়েল নিশ্চিত করেছে যে, তারা ইরানে ‘সুনির্দিষ্ট সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত করেছে’। তবে কোন স্থানগুলোতে হামলা হয়েছে এবং ক্ষতির পরিমাণ কতটুকু, তা স্পষ্ট নয়। গতকাল শুক্রবার (২৫ অক্টোবর) রাতেই আইডিএফ ইরানের হামলার ঘোষণা দেয়।
ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস দ্বারা পরিচালিত ইরানের সরকারি ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে যে, রাজধানী তেহরানে কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বেসরকারি সংবাদমাধ্যমগুলোও জানাচ্ছে যে, তেহরানের পশ্চিমে তিনটি পরপর বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
ইরানে ইসরায়েলের এই হামলা অনেকটাই অনুমিত। চলতি মাসের শুরুতে ইরান প্রায় ২০০টি ব্যালিস্টিক মিসাইল ইসরায়েলের দিকে ছুড়েছিল। এরপর ইসরায়েলও প্রতিশোধের কথা বলেছিল বারবার। ইরানের এই আক্রমণটি আসে ইসরায়েলের হামলায় হামাসের রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়া, হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহ এবং ইরান রেভোলিউশনারি গার্ড কর্পসের কুদস ফোর্সের অপারেশন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আব্বাস নিলফোরোশানের মৃত্যুর প্রতিক্রিয়ায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান।