যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ প্রায় শেষ। এরই মধ্যে বেশ কিছু রাজ্যে কে বিজয়ী হচ্ছেন, তার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বিবিসি ও এপির পূর্বাভাস বলছে, প্রাথমিক ফলাফলে এখন পর্যন্ত এগিয়ে রয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দল রিপাবলিকান পার্টির জন্য এরই মধ্যে ২০০র বেশি ইলেকটোরাল ভোট অনেকটাই নিশ্চিত। এ মুহূর্তে প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিসের চেয়ে প্রায় ৩৮টি ইলেকটোরাল ভোটে এগিয়ে রয়েছেন ট্রাম্প। তবে শুরু রিপাবলিকান প্রার্থী ট্রাম্প এককভাবে এগিয়ে থাকলেও ধীরে ধীরে ব্যবধান কমাচ্ছেন ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস
এপি পরিসংখ্যান বলছে, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের দলের ২৩০টি ইলেকটোরাল ভোট মোটামুটি নিশ্চিত। আর ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস পেয়েছেন ১৯২টি ইলেকটোরাল ভোট। নির্বাচনে জেতার জন্য প্রয়োজন ২৭০ ভোট।
ওয়াশিংটনেও জিতলেন কমলা হ্যারিস। যে প্রদেশে ইলেক্টোরাল কলেজের সংখ্যা হল ১২। আর ক্যালিফোর্নিয়াও জিতে নিলেন কমলা হ্যারিস। এ জয়ের পরে কমলার ঝুলিতে ৫৪টি ইলেকটোরাল কলেজ জমা পড়ল। গতবারও ক্যালিফোর্নিয়া গিয়েছিল ডেমোক্র্যাটের ঝুলিতে।
স্থানীয় সময় গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ হয়। এখন তা শেষের পথে। দেশটিতে মোট ৫০টি অঙ্গরাজ্য রয়েছে। কয়েকটি অঙ্গরাজ্যে এখনো ভোট গ্রহণ চলছে। এর মধ্যে ৪৩টি রিপাবলিকান ও ডোমোক্রেটিক পার্টি—দুই দলের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। কেন্টাকি, ইন্ডিয়ানা ও ভারমন্ট এই অঙ্গরাজ্যগুলোর মধ্যে রয়েছে।