যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪

ইতিহাসের অন্যতম হাড্ডাহাড্ডি লড়াই হতে যাচ্ছে

কমলা হ্যারিসের নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যে রয়েছে— জীবনযাত্রার খরচ, আবাসন, শিশুর যত্ন, বৃদ্ধদের বাড়িতে যত্ন এবং কর্মী ও ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য কর কমানো। এছাড়াও, তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে, রো বনাম ওয়েড আইন প্রত্যাহারের পর গর্ভপাতের অধিকার পুনরুদ্ধার করার জন্য একটি বিল পাশ করবেন।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের মহারণ আজ। নির্বাচনের আগে ফিলাডেলফিয়াতে শেষ প্রচার সমাবেশ করেছেন ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিস। স্থানীয় সময় সোমবার (৪ নভেম্বর) রাতে দেয়া ভাষণে মার্কিন ভাইস প্রেসিডেন্ট বলেন, এখনো লড়াই শেষ হয়নি, এবং আমাদের শক্তিশালীভাবে শেষ করতে হবে। ইতিহাসের অন্যতম হাড্ডাহাড্ডি লড়াই হতে যাচ্ছে এবার। প্রতিটি ভোটই গুরুত্বপূর্ণ। খবর সিএনএন।

রিপাবলিকান প্রতীক হাতি ও ডেমোক্রেটিক প্রতীক গাধার লড়াই চলবে আজ সারাদিন। যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্য ও ওয়াশিংটন ডিসির ভোটাররা আজ ভোট দেবেন। বিশাল এই দেশে রয়েছে ছয়টি টাইম জোন। বিভিন্ন অঙ্গরাজ্যে তাই সময়ের ব্যবধানকে সমন্বয় করে ভোট অনুষ্ঠিত হবে। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের ৭ কোটি ৮০ লাখ ভোটার আগাম ভোট দিয়েছেন।

নির্বাচনের আগে ফিলাডেলফিয়াতে শেষ প্রচার সমাবেশে ভাষণ দেয়ার সময় ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস বলেন, তার দল নির্বাচন নিয়ে আশাবাদী এবং উচ্ছ্বসিত। ভোটারদের তাদের মতামত প্রকাশ করার জন্য আহ্বান জানিয়ে তিনি বলেন, পেনসিলভেনিয়া এই নির্বাচনের ফলাফল নির্ধারণ করতে পারে।

কমলা হ্যারিস বলেন, মাত্র কয়েক ঘণ্টা বাকি, আমাদের এখনো কাজ বাকি আছে। যেমনটি আমি আগেও বলেছি, আমরা কঠোর পরিশ্রম করতে ভালোবাসি।

এ সময় হ্যারিসের সমর্থকেরা ‘আমরা জিতব’ এবং ‘আমরা পিছিয়ে যাব না’ স্লোগান দেন।

কমলা হ্যারিসের নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যে রয়েছে— জীবনযাত্রার খরচ, আবাসন, শিশুর যত্ন, বৃদ্ধদের বাড়িতে যত্ন এবং কর্মী ও ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য কর কমানো। এছাড়াও, তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে, রো বনাম ওয়েড আইন প্রত্যাহারের পর গর্ভপাতের অধিকার পুনরুদ্ধার করার জন্য একটি বিল পাশ করবেন।

ভাষণে কমলা হ্যারিস বলেন, আমরা এই প্রচারণা শুরু করেছি ১০৭ দিন আগে। শুরু থেকেই আমাদের লড়াই কোনো কিছুর বিরুদ্ধে ছিল না। বরং কিছু অর্জনের জন্য লড়াই করেছি আমরা। এ লড়াই একটি ভবিষ্যতের জন্য, যেখানে স্বাধীনতা, সুযোগ এবং সবার জন্য মর্যাদা থাকবে।

তিনি আরো বলেন, আমরা যেমন শুরু করেছিলাম তেমনভাবেই আজ রাতে আশাবাদ, উদ্দীপনা, এবং আনন্দ নিয়ে প্রচারণা শেষ করছি। প্রচারণা শেষে অন্তত এটা জানি যে, আমরা জনগণের ভবিষ্যৎ গঠনের ক্ষমতা রাখি, এবং একসঙ্গে আমরা যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারি।

আরও