২৪ ঘণ্টায় গাজায় ৫৩ ও লেবাননে ২১ জনকে হত্যা করেছে ইসরায়েল

গাজার বিভিন্ন স্থানে গতকাল রোববার (২৭ অক্টোবর) ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে ৫৩ জন নিহত হয়েছেন, যার মধ্যে উপত্যকার উত্তরাংশে ৪৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, একইদিন লেবাননে ইসরায়েলি হামলায় অন্তত ২১ জন নিহত হয়েছেন। খবর আল জাজিরা।

গাজার উত্তরাংশে ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) ব্যাপক বোমা বর্ষণ ও গণগ্রেফতারের মাধ্যমে কঠোরভাবে এলাকা ঘেরাও করে রেখেছে। গাজার কর্মকর্তারা জানিয়েছেন, নিহতদের মধ্যে দুইজন সাংবাদিকও রয়েছেন। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজার নিহত গণমাধ্যমকর্মীর সংখ্যা ১৮২’তে পৌঁছেছে।

মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ এল-সিসি গাজায় দুই দিনের একটি প্রাথমিক যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন। প্রস্তাবনায় বলা হয়েছে— চার ইসরায়েলি বন্দির বিনিময়ে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি দেয়া হবে এবং পরবর্তী ১০ দিনের মধ্যে আরো আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট জানিয়েছেন, গাজায় অবশিষ্ট বন্দিদের মুক্তি নিশ্চিত করতে হলে ‘কঠিন ছাড়’ দেয়ার প্রয়োজন হতে পারে।

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় গত ২৪ ঘণ্টায় নিহত অন্তত ২১ জনের মধ্যে তিনজন প্যারামেডিকও ছিলেন বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, শনিবার ইরানের ওপর ইসরায়েলের হামলার উপযুক্ত জবাব দিতে হবে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, হামলার আগেই সম্ভাব্য আক্রমণের ইঙ্গিত পাওয়া গিয়েছিল।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস অবরুদ্ধ উত্তর গাজায় মর্মান্তিক মৃত্যুর ভয়াবহ সংখ্যা, আহত ও ধ্বংসযজ্ঞের তীব্রতা দেখে গভীর বিস্ময় প্রকাশ করেছেন।

আরও