তেহরানে ইসরায়েলি হামলায় দুই ইরানি সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে ইরানের সেনাবাহিনী। এর আগে ইরানি সামরিক বাহিনী জানিয়েছিল যে, ইসরায়েলি হামলায় ‘সীমিত ক্ষতি’ হয়েছে। খবর আল জাজিরা।
ইরানের সেনাবাহিনী আজ শনিবার (২৬ অক্টোবর) এক বিবৃতিতে বলেছে, আজ সকালে ইসরায়েলের হামলায় দুই ইরানি সেনা নিহত হয়েছে। ইলাম, খুজেস্তান ও তেহরান প্রদেশে সামরিক ঘাঁটিতে ইসরায়েলি হামলায় এই দুই সেনা নিহত হন।
দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ সেনাবাহিনীর একটি বিবৃতি উল্লেখ করে বলেছে, ইসলামি প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনী ইরানের নিরাপত্তা রক্ষা এবং জনগণ ও ইরানের স্বার্থ সংরক্ষণে অপরাধী ইহুদি রাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে গিয়ে দুই যোদ্ধাকে উৎসর্গ করেছে।
ইরানের ইসরায়েলি বিমান হামলা নিয়ে মধপ্রাচ্যে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে। আজ ভোরে ইসরায়েল ইরানের সামরিক স্থাপনা লক্ষ্য করে এই হামলা চালায়। হামলায় তেহরানসহ আশপাশের এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। দুই দেশই এ আক্রমণ নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছে।
চলতি মাসের শুরুতে ইরান প্রায় ২০০টি ব্যালিস্টিক মিসাইল ইসরায়েলের দিকে ছুড়েছিল। এরপর ইসরায়েলও প্রতিশোধের কথা বলেছিল বারবার। ইসরায়েলের হামলায় হামাসের রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়া, হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহ এবং ইরান রেভোলিউশনারি গার্ড কর্পসের কুদস ফোর্সের অপারেশন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আব্বাস নিলফোরোশানের মৃত্যুর প্রতিক্রিয়ায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান।