স্পেনে আকস্মিক বন্যায় অন্তত ৫১ জন নিহত

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা বহু ভিডিওতে দেখা গেছে, বন্যার পানিতে আটকে পড়া মানুষদের মধ্যে কেউ কেউ বাঁচতে গাছে উঠছেন। অনলাইন ভিডিওতে আলজিরা শহরের প্লাবিত রাস্তায় আটকা পড়া গাড়ি থেকে চালকদের উদ্ধার করতে দেখা গেছে দমকলকর্মীদের।

তীব্র বৃষ্টির পর আকস্মিক বন্যায় পূর্ব স্পেনের অঞ্চল ভ্যালেন্সিয়ায় অন্তত ৫১ জন প্রাণ হারিয়েছেন বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। গতকাল মঙ্গলবার (২৯ অক্টোবর) আকস্মিক বন্যায় বহু মানুষ নিখোঁজের খবর পাওয়া গিয়েছিল। বন্যায় তলিয়ে গেছে সড়ক ও শহরের বাড়িঘর। খবর রয়টার্স।

স্থানীয় জরুরি সেবা সংস্থা নাগরিকদের সব ধরনের সড়ক ভ্রমণ এড়াতে এবং সরকারি সূত্র থেকে আসা হালনাগাদ তথ্য অনুসরণের অনুরোধ জানিয়েছে। উদ্ধার অভিযানে বিশেষায়িত সামরিক ইউনিট কিছু স্থানে স্থানীয় জরুরি সেবাকর্মীদের সহায়তা করতে মোতায়েন করা হয়েছে।

স্পেনের আবহাওয়া সংস্থা এইএমইটি গতকাল ভ্যালেন্সিয়া অঞ্চলে রেড অ্যালার্ট জারি করেছিল। ভ্যালেন্সিয়ার তুরিস এবং উতিয়েল শহরে ২০০ মিমি (৭.৯ ইঞ্চি) পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টি অনেকটাই কমে আসায় এখন সতর্কতা কমিয়ে হলুদ সংকেত করা হয়েছে।

মাদ্রিদ ও বার্সেলোনার সঙ্গে ট্রেন যোগাযোগ বন্যার কারণে বন্ধ রয়েছে। এছাড়া, ক্ষতিগ্রস্ত এলাকায় স্কুল এবং অন্যান্য জরুরি সেবা স্থগিত রাখা হয়েছে। নিম্নকক্ষের স্পিকার ফ্রানসিনা আর্মেঙ্গল এই দুর্যোগের কারণে আজ বুধবারের সংসদ অধিবেশন বাতিল করার ঘোষণা দিয়েছেন।

স্থানীয় টেলিভিশনে প্রচারিত ভিডিওতে দেখা গেছে, রাতের অন্ধকারে উদ্ধারকর্মীরা ডিঙি নৌকা নিয়ে উতিয়েল শহরে নিখোঁজদের অনুসন্ধান চালিয়ে কয়েকজনকে উদ্ধার করতে সক্ষম হয়েছেন।

দেশটিতে টানা ভারি বৃষ্টির পাশাপাশি শিলাবৃষ্টিও হচ্ছে, এতে বহু অঞ্চলজুড়ে বন্যার পাশাপাশি ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে।

ভ্যালেন্সিয়ার আঞ্চলিক নেতা কার্লোস মাহন জানান, এখনো কিছু মানুষ দুর্গম স্থানে বিচ্ছিন্ন অবস্থায় রয়ে গেছে। তিনি বলেন, যদি জরুরি সেবা পৌঁছাতে না পারে, তাহলে তা সরঞ্জামের অভাব বা ইচ্ছার অভাবে নয়, বরং স্থানের দুর্গমতার কারণে। কিছু এলাকায় পৌঁছানো একেবারেই অসম্ভব।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা বহু ভিডিওতে দেখা গেছে, বন্যার পানিতে আটকে পড়া মানুষদের মধ্যে কেউ কেউ বাঁচতে গাছে উঠছেন। অনলাইন ভিডিওতে আলজিরা শহরের প্লাবিত রাস্তায় আটকা পড়া গাড়ি থেকে চালকদের উদ্ধার করতে দেখা গেছে দমকলকর্মীদের।

রেডিও ও টেলিভিশন স্টেশনগুলো বন্যাকবলিত এলাকাগুলোতে আটকা পড়া লোকজনের শত শত কল রিসিভ করছে বলে জানা গেছে। অনেকে তাদের প্রিয়জনদের খোঁজ পাচ্ছেন না, ফোনে এমনটি জানিয়েছেন। বন্যাকবলিত কিছু এলাকায় পৌঁছাতে জরুরি পরিষেবার কর্মীরাও হিমশিম খাচ্ছেন।

আরও