ইরানের সেনাপ্রধানের হুঁশিয়ারি

ইসরায়েলকে ‘উপযুক্ত সময়ে’ জবাব দেবে ইরান

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির মতে, দেশের ভূখণ্ডের অখণ্ডতা রক্ষা করার ক্ষেত্রে ইরানের প্রতিজ্ঞার ‘কোনো সীমা’ নেই। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির সরকারি ওয়েবসাইটে দেয়া এক সাক্ষাৎকারে আব্বাস আরাগচি বলেন, আমরা প্রমাণ করেছি যে, নিজেদের রক্ষা করার জন্য আমাদের সংকল্পের কোনো সীমা নেই।

তেহরানে ইসরায়েলি হামলায় আরো ২ সেনা নিহতের খবর দিয়েছে ইরান। এ নিয়ে গতকাল শনিবার (২৬ অক্টোবর) মধ্যরাতে ইসরায়েলের হামলায় ইরানের ৪ সেনার নিহতের খবর পাওয়া গেছে। এ হামলার প্রতিশোধ প্রসঙ্গে ইরানের সামরিক প্রধান মেজর জেনারেল আবদোলরাহিম মৌসাভি বলেছেন, তার দেশ ‘উপযুক্ত সময়ে’ ইসরায়েলি হামলার জবাব দেয়ার অধিকার রাখে। খবর আল জাজিরা।

গতকাল ইরানের রাজধানী তেহরানে ভয়াবহ বিস্ফোরণ ঘটিয়েছে ইসরায়েল। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ইরানের হামলার কথা জানিয়ে বলেছে, তারা ইরানে ‘সুনির্দিষ্ট সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত করেছে’। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস দ্বারা পরিচালিত ইরানের সরকারি ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে যে, রাজধানী তেহরানে কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বেসরকারি সংবাদমাধ্যমগুলোও জানাচ্ছে যে, তেহরানের পশ্চিমে তিনটি পরপর বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির মতে, দেশের ভূখণ্ডের অখণ্ডতা রক্ষা করার ক্ষেত্রে ইরানের প্রতিজ্ঞার ‘কোনো সীমা’ নেই। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির সরকারি ওয়েবসাইটে দেয়া এক সাক্ষাৎকারে আব্বাস আরাগচি বলেন, আমরা প্রমাণ করেছি যে, নিজেদের রক্ষা করার জন্য আমাদের সংকল্পের কোনো সীমা নেই।

ইরানে ইসরায়েলের এই হামলা অনেকটাই অনুমিত। চলতি মাসের শুরুতে ইরান প্রায় ২০০টি ব্যালিস্টিক মিসাইল ইসরায়েলের দিকে ছুড়েছিল। এরপর ইসরায়েলও প্রতিশোধের কথা বলেছিল বারবার। ইরানের এই আক্রমণটি আসে ইসরায়েলের হামলায় হামাসের রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়া, হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহ এবং ইরান রেভোলিউশনারি গার্ড কর্পসের কুদস ফোর্সের অপারেশন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আব্বাস নিলফোরোশানের মৃত্যুর প্রতিক্রিয়ায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান।

আরও