মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪

যে ৮টি রাজ্যে খুলেছে ভোটকেন্দ্র

যুক্তরাষ্ট্রে স্থানীয় সময় সকাল ৬টায় খুলেছে ৮টি অঙ্গরাজ্যের ভোটকেন্দ্র। কানেকটিকাট, নিউ জার্সি, নিউ ইয়র্ক, নিউ হ্যাম্পশায়ার এবং ভার্জিনিয়াসহ আটটি রাজ্যের ভোটকেন্দ্র খুলেছে এ সময়। খবর সিএনএন।

ইন্ডিয়ানা ও কেন্টাকির কিছু ভোটকেন্দ্রও ভোর ৬টায় খোলা হয়েছে। তবে সেন্ট্রাল টাইম জোনের কিছু কেন্দ্র খুলবে সকাল ৭টায়।

মাইনে প্রায় সব ভোটকেন্দ্রই সকাল ৬টায় খুলেছে। তবে ৫০০ জনের কম জনসংখ্যার পৌরসভাগুলো সকাল ১০টা পর্যন্ত দেরিতে খোলার অনুমতি পেয়েছে।

এদিকে, নিউ হ্যাম্পশায়ারের ছোট্ট শহর ডিক্সভিল নচে দীর্ঘদিনের ঐতিহ্য অনুযায়ী মধ্যরাতে ভোট প্রদান সম্পন্ন হয়েছে। সেখানে মার্কিন ভাইস প্রেসিডেন্ট ও ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস এবং প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমানভাবে তিনটি করে ভোট পেয়েছেন।

আরও