সিরিয়ার কেন্দ্রীয় ও দক্ষিণ অংশের কয়েকটি সামরিক স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। আজ শনিবার (২৬ অক্টোবর) সকালে এ হামলা চালানো হয়েছে বলে সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানিয়েছে।
সানা আরো জানায়, ইসরায়েলের দখলকৃত গোলান মালভূমি ও লেবানন এলাকা থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করেছে সিরিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী এবং বেশ কিছু ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতেও সক্ষম হয়।
শনিবার ভোরে সিরিয়ার রাজধানী দামেস্কের আশপাশে বিস্ফোরণের খবরও পাওয়া গেছে।
ইসরায়েল বহু বছর ধরে সিরিয়ায় ইরান সমর্থিত সামরিক লক্ষ্যবস্তুর ওপর হামলা চালিয়ে আসছে। তবে গত বছরের ৭ অক্টোবর সশস্ত্র গোষ্ঠী হামাস ইসরায়েলে আক্রমণের পর থেকে এ ধরনের আক্রমণ আরো বৃদ্ধি পেয়েছে।
শনিবার ভোরে ইসরায়েল ইরানের ওপরও হামলা চালিয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) জানিয়েছে যে, তারা ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে আক্রমণ করছে। এছাড়া ইরানের সংবাদমাধ্যমেও দেশটির রাজধানী তেহরানে একাধিক বিস্ফোরণের খবর এসেছে।