যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪

আইওয়াতে কমলার এগিয়ে থাকা মানতে পারছেন না ট্রাম্প

গতকাল রোববার (৩ নভেম্বর) ট্রাম্প এ ব্যাপারে নিজের তার অসন্তোষ প্রকাশ করেছেন। তিনি ট্রুথ সোশ্যালে পোস্ট করে বলেছেন, কৃষকদের এবং মহান আইওয়া রাজ্যের জন্য ডোনাল্ড জে. ট্রাম্পের চেয়ে বেশি কাজ আর কোনো প্রেসিডেন্ট করেননি। সত্যি কথা বলতে, এটা তুলনাহীন! এক ডেমোক্র্যাট দ্বারা প্রবলভাবে পক্ষপাতদুষ্ট একটি ব্যতিক্রম ছাড়া সব জরিপে আমি অনেক ব্যবধানে এগিয়ে আছি।

ব্যাটলগ্রাউন্ড রাজ্য আইওয়াকে ধরা হয় রিপাবলিকানদের অন্যতম ঘাঁটি হিসেবে। আর সেখানেই জনমত জরিপে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের এগিয়ে থাকার খবর ট্রাম্প শিবিরের জন্য বড় আঘাত বলে মত রিপাবলিকান সংশ্লিষ্ট সূত্রের। আর এই ফলাফল মেনে নিতে পারছেন না ট্রাম্প। খবর সিএনএন।

ডেস ময়েন্স রেজিস্টার এবং মিডিয়াকমের সর্বশেষ জরিপ গত শনিবার (২ নভেম্বর) রাতে প্রকাশ করেছে যে, রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের ঘাঁটি হিসেবে পরিচিত আইওয়া অঙ্গরাজ্যে এগিয়ে রয়েছেন কমলা। রাজ্যটিতে ছয়টি ইলেকটোরাল কলেজ ভোট রয়েছে। আর সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প ব্যক্তিগতভাবে এই ফলাফল প্রকাশে বিরক্ত হয়েছেন। তার দাবি, বহুল প্রতীক্ষিত জরিপটির ফলাফল কখনোই প্রকাশ করা উচিত ছিল না।

ট্রাম্পের পরামর্শকরা তাকে আশ্বস্ত করার চেষ্টা করেছেন যে, জরিপটি সঠিক নয়, এটি একেবারেই ভুল। তাছাড়া প্রায়ই জরিপের এমন ফলাফল আসে যা অন্যগুলোর থেকে ভিন্ন। শনিবার প্রকাশিত জরিপের ফলাফলে দেখা যায়, গত ২৮ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত পরিচালিত এই জরিপে অংশ নেন ৮০৮ জন ভোটার। অংশগ্রহণকারীদের ৪৭ শতাংশ কমলা হ্যারিস ও ৪৪ শতাংশ ট্রাম্পকে সমর্থন দিয়েছেন।

এর আগে গত সেপ্টেম্বরের জরিপে অঞ্চলটিতে ৪ পয়েন্ট এগিয়ে ছিলেন ট্রাম্প। সে সঙ্গে, ২০১৬ ও ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনেও এই অঙ্গরাজ্যে জয়ী হন তিনি। ওই দুই ভোটে যথাক্রমে ৯ ও ৮ পয়েন্টের ব্যবধানে বিজয়ী হন ট্রাম্প। তবে সর্বশেষ জরিপে সাবেক প্রেসিডেন্টকে পেছনে ফেলে কমলার এগিয়ে যাওয়ার নেপথ্যে নারী ভোটারদের বড় ভূমিকা ছিল। বিশেষ করে বয়স্ক ও রাজনৈতিকভাবে নিরপেক্ষ নারীদের একটি উল্লেখযোগ্য অংশ কমলা হ্যারিসের প্রতি সমর্থন জানিয়েছেন। জরিপে দেখা গেছে যে, আইওয়ার ৫৬ শতাংশ নারী হ্যারিসকে সমর্থন দিয়েছেন, যেখানে ট্রাম্পের প্রতি সমর্থন মাত্র ৩৬ শতাংশ।

গতকাল রোববার (৩ নভেম্বর) ট্রাম্প এ ব্যাপারে নিজের তার অসন্তোষ প্রকাশ করেছেন। তিনি ট্রুথ সোশ্যালে পোস্ট করে বলেছেন, কৃষকদের এবং মহান আইওয়া রাজ্যের জন্য ডোনাল্ড জে. ট্রাম্পের চেয়ে বেশি কাজ আর কোনো প্রেসিডেন্ট করেননি। সত্যি কথা বলতে, এটা তুলনাহীন! এক ডেমোক্র্যাট দ্বারা প্রবলভাবে পক্ষপাতদুষ্ট একটি ব্যতিক্রম ছাড়া সব জরিপে আমি অনেক ব্যবধানে এগিয়ে আছি।

জরিপ সংস্থা ডেস ময়েন্স রেজিস্টারের প্রেসিডেন্ট এন সেলজার অবশ্য তার জরিপের ফলাফলকে সঠিক উল্লেখ করে বলেছেন, জরিপটি ২০১৬ এবং ২০২০ সালেও ট্রাম্পের আইওয়ায় জয়ের পূর্বাভাস সঠিকভাবে দিয়েছিল।

তিনি নিউজউইককে বলেন, প্রায় প্রতিটি জরিপ সম্পর্কেই এরকম মন্তব্য আসে, যার মধ্যে আমারটিও রয়েছে। ডেস ময়েন্স রেজিস্টার তাদের প্রতিটি প্রতিবেদনের সঙ্গে একটি পদ্ধতিগত বিবৃতি প্রকাশ করে। এটি সেই একই পদ্ধতি যা ২০১৬ এবং ২০২০ সালের চূড়ান্ত জরিপে আইওয়ায় ট্রাম্পের জয় দেখিয়েছিল।

আরও