আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের প্রচারাভিযানে আরো জোরেশোরে নেমেছেন টেসলার সিইও ইলন মাস্ক। আর সেই পরিকল্পনার অংশ হিসেবে ট্রাম্পের প্রচারাভিযানে প্রতিদিন ভোটারদের ১ মিলিয়ন ডলার করে পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছেন এই ধনকুবের। খবর দ্য গার্ডিয়ান।
মাস্ক বলেছেন, ট্রাম্প সমর্থক রাজনৈতিক কর্মসূচি কমিটি আমেরিকা প্যাকের মাধ্যমে নির্বাচন পর্যন্ত প্রতিদিন এই পুরস্কার দেয়া হবে। আমেরিকা প্যাকের পিটিশন স্বাক্ষরের মাধ্যমে যেসব ব্যক্তি গুরুত্বপূর্ণ ব্যাটলগ্রাউন্ড রাজ্যগুলোতে রিপাবলিকানদের ভোটার হিসেবে নিবন্ধিত হতে উৎসাহিত করবে তাদের এই পুরস্কার দেয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন ইলন মাস্ক।
গতকাল শনিবার (১৯ অক্টোবর) পেনসিলভানিয়ার টাউন হল ইভেন্টে প্রথম বিজয়ীর হাতে লটারি স্টাইলের চেক তুলে দিয়ে মাস্ক এই কার্যক্রমের সূচনা করেন। নির্বাচনের দিন পর্যন্ত প্রতিশ্রুতি অনুযায়ী পুরস্কার দিয়ে গেলে এবং আমেরিকা প্যাকের কার্যক্রমে মাস্কই একমাত্র দাতা হলে এই ধনকুবেরের ব্যয় হতে পারে প্রায় ১৭ মিলিয়ন ডলার।
মূলত পেনসিলভানিয়ার ভোটারদের মাঝে প্রথম ও দ্বিতীয় সংশোধনীর পক্ষে সমর্থন বাড়াতেই এই পদক্ষেপ নেয়া হয়েছে। এই পিটিশন সাইন করলে ভোটারদের ১ মিলিয়ন ডলারের ড্রতে অংশগ্রহণের সুযোগ থাকবে।
আমেরিকা প্যাকের পিটিশনটি যে কোনো নিবন্ধিত ভোটারের জন্যই উন্মুক্ত থাকবে, যারা পেনসিলভানিয়াতে প্রথম এবং দ্বিতীয় সংশোধনীকে সমর্থন জানানোর অঙ্গীকার করবে। এই পিটিশনে স্বাক্ষর করার জন্য স্বাক্ষরকারীকে রিপাবলিকান হতে হবে না, বরং পেনসিলভানিয়ার যে কোনো নিবন্ধিত ডেমোক্র্যাটও এতে সই করতে পারবেন।
এফইসির ফাইল করা তথ্যানুযায়ী, মাস্ক এখন পর্যন্ত আমেরিকা প্যাকে ৭৫ মিলিয়ন ডলার অনুদান দিয়েছেন। ব্যাটলগ্রাউন্ড রাজ্যগুলোতে ডোনাল্ড ট্রাম্পের তৃণমূলের প্রচারণার মূল দায়িত্বই অনেকাংশে পালন করছেন মাস্ক।