জনমত জরিপে ইঙ্গিত

নির্বাচনী দৌড়ে ট্রাম্পের কাছে জনপ্রিয়তা হারাচ্ছেন কমলা

কমলা হ্যারিস আফ্রিকান-আমেরিকান এবং হিস্প্যানিক পুরুষদের মধ্যে তার ব্যাপারে আগ্রহ তৈরি করতে হিমশিম খাচ্ছেন।

গতকাল রোববার (১৩ অক্টোবর) প্রকাশিত তিনটি জনমত জরিপ অনুযায়ী, হোয়াইট হাউজের জন্য প্রতিদ্বন্দ্বিতা যখন শেষ পর্যায়ে পৌঁছেছে তখন ট্রাম্পের চেয়ে কমলা হ্যারিসের জনপ্রিয়তার ব্যবধান অনেকটাই কমেছে। আর কিছু ক্ষেত্রে এই ব্যবধান সম্পূর্ণরূপে বিলীন হয়ে গেছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের বাকি এক মাসেরও কম। একাধিক জনমত জরিপ অনুসারে, এ সময়ই ডোনাল্ড ট্রাম্পের কাছে কমলা হ্যারিসের জনপ্রিয়তা হারানোর ইঙ্গিত পাওয়া গেছে। খবর আল জাজিরা।

গতকাল রোববার (১৩ অক্টোবর) প্রকাশিত তিনটি জনমত জরিপ অনুযায়ী, হোয়াইট হাউজের জন্য প্রতিদ্বন্দ্বিতা যখন শেষ পর্যায়ে পৌঁছেছে তখন ট্রাম্পের চেয়ে কমলা হ্যারিসের জনপ্রিয়তার ব্যবধান অনেকটাই কমেছে। আর কিছু ক্ষেত্রে এই ব্যবধান সম্পূর্ণরূপে বিলীন হয়ে গেছে।

সর্বশেষ এনবিসি নিউজের জরিপে দেখা গেছে, ডেমোক্র্যাট এবং রিপাবলিকান প্রার্থী উভয়েই ৪৮ শতাংশ সমর্থন পেয়েছেন। গত মাসের একই জরিপে ট্রাম্পের চেয়ে পাঁচ পয়েন্টে এগিয়ে ছিলেন কমলা।

এবিসি নিউজ ও ইপসোসের সর্বশেষ জরিপে দেখা গেছে, সম্ভাব্য ভোটারদের মধ্যে কমলা হ্যারিসের সমর্থন এখন ৫০ এবং ট্রাম্পের ৪৮ শতাংশ। গত মাসে একই জরিপে ডেমোক্র্যাট প্রার্থী ৫২ শতাংশ সমর্থন পেয়েছিলেন। আর ট্রাম্পের সমর্থন ছিল ৪৬ শতাংশ।

সিবিএস নিউজ ও ইউগভের সর্বশেষ জরিপে দেখা গেছে, সম্ভাব্য ভোটারদের ৫১ শতাংশ সমর্থন নিয়ে কমলা এগিয়ে থাকলেও গত মাসে ট্রাম্পের চেয়ে তার জনপ্রিয়তা ছিল ৪ পয়েন্ট বেশি।

সর্বশেষ এই ফলাফলের পর, রিয়েল ক্লিয়ার পোলিংয়ের প্রধান জনমত জরিপগুলোর সংকলনে কমলার সঙ্গে ব্যবধান কমিয়েছেন ট্রাম্প। ২ দশমিক ২ শতাংশ থেকে তাদের ব্যবধান এখন ১ দশমিক ৪ শতাংশ।

জনমত জরিপের এই পরিসংখ্যান এমন সময়ে এসেছে যখন হিস্প্যানিক এবং আফ্রিকান- আমেরিকানদের মতো দলটির গুরুত্বপূর্ণ গোষ্ঠীগুলোর মধ্যে কমলা হ্যারিস সমর্থন ধরে রাখতে ব্যর্থ হচ্ছেন বলে ডেমোক্র্যাটদের উদ্বেগ বাড়ছে।

সব বর্ণের নারীদের মধ্যে কমলা হ্যারিস এগিয়ে থাকলেও পুরুষদের মধ্যে, বিশেষ করে আফ্রিকান-আমেরিকান এবং হিস্প্যানিক পুরুষদের মধ্যে তার ব্যাপারে আগ্রহ তৈরি করতে হিমশিম খাচ্ছেন। এবং এই পুরুষদের বড় একটি অংশ সাম্প্রতিক বছরগুলোতে ক্রমশই ট্রাম্পের দিকে ঝুঁকেছেন।

শনিবার এবং রোববার প্রকাশিত নিউইয়র্ক টাইমস ও সিয়েনা কলেজ জরিপে দেখা গেছে, কমলা হ্যারিস ৭৮ শতাংশ কৃষ্ণাঙ্গ ভোটার এবং ৫৬ শতাংশ হিস্প্যানিক ভোটারের সমর্থন পেয়েছেন— যা ২০২০ এবং ২০১৬ সালের নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থীদের প্রাপ্ত সমর্থনের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম।

হ্যারিসের প্রার্থিতার প্রতি তেমন আগ্রহ না দেখানোয় গত বৃহস্পতিবার কৃষ্ণাঙ্গ পুরুষদের ভর্ৎসনা করেছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। ২০০৮ এবং ২০১২ সালে নিজের প্রচারণার সময় কৃষ্ণাঙ্গ পুরুষদের ব্যাপক সমর্থন পেয়েছিলেন ওবামা।

সাতটি গুরুত্বপূর্ণ ব্যাটলগ্রাউন্ড রাজ্যের অন্যতম পেনসিলভানিয়ার পিটসবার্গে এক প্রচারণা অনুষ্ঠানে কৃষ্ণাঙ্গ পুরুষদের উদ্দেশে ওবামা বলেন, আপনারা নানা ধরনের কারণ এবং অজুহাত খুঁজে বের করছেন, আমার এটা নিয়ে সমস্যা আছে। আমি পুরুষদের উদ্দেশে সরাসরি বলছি— একটি ব্যাপার আমাকে ভাবায় যে, আপনারা একজন নারীকে প্রেসিডেন্ট হিসেবে গ্রহণ করতে রাজি নন, এবং এ কারণেই আপনারা বিকল্প এবং অন্য কারণ খুঁজে বের করছেন।

আরও